শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ৫ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আসিফ নজরুল       অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন       নতুন কোনো ইটভাটার অনুমতি নয়, বন্ধ হচ্ছে অবৈধ ৩৪৯১টি: পরিবেশ উপদেষ্টা       ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা, ছাত্রলীগ নেতাসহ আটক ৪       আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৮টি অভিযোগ দাখিল       বিকেল পাঁচটার পর ইসিতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা       ১০০ গ্যাস কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা      


রাজনীতিতে আরও শঙ্কা বাড়বে: জিএম কাদের
রংপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৭:২৩ PM

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন, এই মুহূর্তে দেশের পরিস্থিতি অস্থিতিশীল। এই সময়ে যদি মাঠে জামায়াত-শিবিরের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকে, তাহলে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হলে সামনের দিনগুলো খুব একটা ভালো যাবে না। এরকম হলে রাজনীতিতে আরও শঙ্কা বাড়বে।

তিন দিনের সফরে এসে বুধবার (৩১ জুলাই) বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, কোটা আন্দোলনে সরকার ও সরকারি দল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। রাষ্ট্র আমাদের সকলের। রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারী রাষ্ট্রের সম্পদ। যে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে রাষ্ট্রযন্ত্র নাগরিকদের নিরাপত্তা না দিয়ে সরকারকে বাঁচাতে নির্বিচারে গুলিবর্ষণ করলো। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, বহুতল ভবন থেকে গুলি করা হয়েছে। এতে অনেক নিরীহ মানুষ মারা গেছে। শিশু মারা গেছে। যারা মারা গেছে, সরকার এখন পর্যন্ত তাদের সন্ত্রাসী প্রমাণ করতে পারেনি। এখানে আমার প্রশ্ন, এই নির্বিচারে গণহত্যা চালালো কেন? সরকার যদি সন্ত্রাসীদের দমন করতে চায়, তাহলে আগে থেকে চিহ্নিত করে দমন করতে পারতো। আকাশ থেকে হেলিকপ্টারে করে গুলিবর্ষণে কে নিরীহ মানুষ, কে সন্ত্রাসী কিভাবে চিহ্নিত হবে। তার সঙ্গে সরকারের পেটোয়া বাহিনী ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। সেই ভীতিকর পরিস্থিতির তৈরি করে দমন পীড়ন করে নিজেদের কথা চাপিয়ে দেওয়া হচ্ছে। এখনও সেই ভীতিকর পরিস্থিতি রয়েছে। এ সময় জিএম কাদের দুঃখ করে বলেন, প্রতিরক্ষাবাহিনী রাষ্ট্রের সম্পদ। যারা দেশকে রক্ষা করবে। অথচ তারা আজকে জনগণের দিকে বন্ধুক তাক করে আছে। যা খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, কোটা আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনায় বিদেশে দেশের ভাবমূর্তি চরমভাবে নষ্ট করেছে। এমনিতে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক। সরকার দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি না করে বরং রাজনৈতিক অস্থিরতা করে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক করছে। এতে আরও রাজনৈতিক অস্থিরতা বাড়বে। ধরপাকড় হবে। দেশের একটি দুষ্টচক্র তৈরি হয়েছে। এই দুষ্টচক্রের হাত থেকে খুব সহজে রেহাই মিলবে না। তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। তা না হলে সহজে এই সংকট দূর হবে না। দিন যত যাবে ততই বাড়বে সংকট। এ সময় রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াছির, কেন্দীয় জাপার সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবুসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আসিফ নজরুল
আ.লীগ নেতা গুমের অভিযোগে সাবেক এমপি রাজু ও ৪৮ পুলিশসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা
শেরপুর জেলায় একযোগে সব থানার ওসিকে বদলি
দক্ষিণ কোরিয়াতে গত দুইদিনে তিন বাংলাদেশি নিহত
জেল পলাতক আসামী গ্রেপ্তার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ক্রিকেট ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করছে
পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠানে হামলার নিন্দা জানিয়েছে বিএসপি
কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রবীণগণ হচ্ছে সমাজের শিকড়
পূবাইলে জমি নিয়ে বিরোধ প্রবাসী পরিবারের উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com