প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৬:৪৫ PM
শিল্প অধ্যুষিত বিশেষ শ্রেনীর জেলা গাজীপুরের প্রানকেন্দ্র টঙ্গী। মেট্রোপলিটন গঠন হওয়ার পর থেকে টঙ্গী অঞ্চল দুইটি থানায় বিভক্ত তার একটি টঙ্গী পশ্চিম থানা। কিছুদিন আগেও এই থানা এলাকা ছিল চুরি ডাকাতি ছিনতাইয়ের জন্য বিখ্যাত। শিল্পাঞ্চল হওয়ায় সারা বছর লেগে থাকতো বিভিন্ন আন্দোলন। এসব সামলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গলদঘর্ম হতো প্রশাসন। এমন পরিস্থিতিতে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন সাখাওয়াত হোসেন। থানায় যোগদানের শুরু থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রহন করেন নানান প্রদক্ষেপ। তার ফলস্বরূপ টঙ্গী পশ্চিম থানা এখন অনেকটাই চুরি ছিনতাইমুক্ত। ডিজিটাল সেবা, সিসি টিভি ক্যামেরা, বিট পুলিশিং সহ নানাবিধ কার্যক্রমে অনন্য ভুমিকা রাখছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সদা হাস্যজ্জল এই পুলিশ কর্মকর্তার নানাবিধ উদ্যোগ ও সাধারণ মানুষকে আপন করে নিয়ে তাদের সমস্যা সমাধানের ভুমিকায় প্রসংশা কুরিয়েছে সর্বমহলে। থানা সুত্রে জানা যায়, দালাল বা সোর্স ধরে এখন আর কাউকে থানায় আসতে হয়না, টাকা দিতে হয়না আইনী সেবা নিতে আসা জনসাধারণকে। সেবা প্রত্যাশীদের ন্যায়ের পক্ষে সহযোগিতা করার জন্য থানার সকল অফিসার – ষ্টাফদের নির্দেশ দিয়েছেন ওসি সাখাওয়াত হোসেন। এছাড়াও ওসি নিজেই থানায় আসা ভুক্তভোগীদের পুলিশী সেবা এবং বিভিন্ন পরামর্শ দিক নির্দেশনা দিয়ে থাকেন। কোন দালাল বা পুলিশ সদস্যদেরকে কোন রকম টাকা পয়সা না দিতে বারংবার ভুক্তভোগীদের সতর্ক করেন তিনি।
বিট পুলিশিংঃ টঙ্গী পশ্চিম থানার আওতাভুক্ত ৭টি বিটে নিয়মিত বিট পুলিশিং কার্যক্রম চালিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছেন তিনি। মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধী প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভুমিকা পালন করছেন ওসি সাখাওয়াত। নবীন প্রবীনদের সমন্নয়ে প্রতিটি এলাকায় করেছেন বিশেষ কমিটি। সকল বাড়ি মালিকদের সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য নিয়মিত উৎসাহ দিচ্ছেন তিনি। এছাড়াও ভাড়াটিয়া তথ্য ফরম পুরনেও রয়েছে ব্যাপক সফলতা। সিসিটিভি ক্যামেরা স্থাপনেরঃ টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপন করে ছিনতাই প্রতিরোধে ব্যাপক ভুমিকা রেখেছেন। মাদকের আখরা খ্যাত হাজীর মাজার বস্তির মাদক নির্মূলেও রয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশের অনন্য ভুমিকা। পোষাক শ্রমিকদের আস্থাঃ বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিক আন্দোলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন শিল্প পুলিশ। তবে টঙ্গী পশ্চিম থানা এলাকায় শিল্প পুলিশের পাশাপাশি ওসি সাখাওয়াতের ভুমিকা সাধারণ শ্রমিকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি একাধিক শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে অনন্য ভুমিকা রাখায় সাধারণ শ্রমিকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। থানায় আসা বিভিন্ন আইনি সেবা প্রত্যাশীদের সাথে কথা বলে জানা যায়, ওসি সাখাওয়াত হোসেন যোগদানের পর থেকে থানায় সেবা নিতে আসা লোকজন নির্বিঘ্নে সাধারণ ডাইরি, অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করাসহ সকল পুলিশি সেবা অনায়াসে গ্রহন করতে পারছেন। টঙ্গী পশ্চিম থানা আইনী সেবা কেন্দ্রে পরিনত হয়েছে। আইনী সেবা জনসাধারণের আঙ্গিনায় পৌঁছে দিতে আন্তরিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য দিন- রাত কাজ করে যাচ্ছেন। ন্যায়ের পক্ষে বন্ধু সুলভ আচরণে অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন ইতিমধ্যে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।
সার্বিক বিষয়ে কথা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ জনগনের বন্ধু। বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসাবে আমি মনে করি জনগণের সেবা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। জনগণের ট্যাক্সের টাকায় সরকারি কর্মকর্তাদের বেতন হয়। তাই সকলের উচিৎ জনগনের সেবার মান নিশ্চিত করা। আইনি সেবা জনগনের নাগরিক অধিকার। বাংলাদেশ পুলিশ সার্বিক সেবা প্রদানে বদ্ধ পরিকর।