রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
 
শিরোনাম: পোশাক কারখানায় অস্থিরতার নেপথ্যে কী?       শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু, আশঙ্কাজনক ৭       ব্যাংক থেকে টাকা তোলার সীমা উঠছে আজ       পুরোনো সিলেবাসে ছাপানো হবে ৯ম-১০ম শ্রেণির বই       মিয়ানমার থেকে আরও ৫০০ রোহিঙ্গা পালিয়ে এলো বাংলাদেশে       অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক: ফখরুল       কেমন করছে অন্তর্বর্তী সরকার, সামনে যেসব চ্যালেঞ্জ      


ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে ‘ভুয়া’ স্লোগান সাবেক ছাত্রলীগ নেতাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৬:১৭ PM

সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সেখানে মতবিনিময় হয়নি। সাবেক ছাত্রলীগ নেতাদের এড়িয়ে দলীয় সাধারণ সম্পাদক গণমাধ্যমে কথা বললে, তাতে আপত্তি জানান ছাত্রলীগের সাবেকরা। এক পর্যায়ে দলের এই শীর্ষ নেতাকে উদ্দেশ্য করে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন তারা। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী, বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সময়ের আগেই বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন সাবেক ছাত্রলীগ নেতারা৷ উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। তবে মতবিনিময় হয়নি। এর আগেই গণমাধ্যমে সংবাদ সম্মেলন শুরু করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। এতে চটে যান ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। তারা হট্টগোল শুরু করেন। 

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, সংবাদ সম্মেলন শুরু করার পর সাবেক নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, আমাদের ডেকেছেন, আপনি তো আগে আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন। তা না করে আপনি সংবাদ সম্মেলন করছেন। আমাদেরও ডাকলেন, আবার আমাদের সঙ্গে কথা না বলে আপনি সংবাদ সম্মেলন করছেন! এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, এই বসো। এই এগুলো কে? এতে কর্ণপাত করেননি সাবেক ছাত্রলীগ নেতারা। এ সময় তারা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন। 

পরে সংবাদ সম্মেলন সম্পন্ন না করেই উঠে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক৷ 
এদিকে শুধু ওবায়দুল কাদের নন, এদিন সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পরেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকও।  কোটা সংস্কার আন্দোলন চলাকালে ড. আব্দুর রাজ্জাকের ছেলে আন্দোলনকারীদের পক্ষে ফেসবুকে একটি পোস্ট দেন৷ সে পোস্ট নিয়ে তৈরি হয়েছিলো ব্যাপক সমালোচনা৷ বুধবার সকালে ড. আব্দুর রাজ্জাককে দেখে সে সমালোচনা ক্ষোভে রূপ নেয়৷সভাস্থলে তাকে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা বলে ওঠেন, তিনি এখানে কেন? 
ড. আব্দুর রাজ্জাকপুত্র ফেসবুকে কেন সরকারবিরোধী পোস্ট করেছেন, তা জানতে চান সাবেক নেতারা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কারাগারে দিলীপ: নকল হীরার সিন্ডিকেটের খোঁজে গোয়েন্দারা
গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, নিহত প্রায় ৪১ হাজার
ইউএস ওপেনের নতুন রানি সাবালেঙ্কা
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন বাদশা
পোশাক কারখানায় অস্থিরতার নেপথ্যে কী?
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মিছিলে হামলা, বিএনপি নেতা খুন!
কালীগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা: দলীয় কোন্দলের জেরে সংঘর্ষ
ভালুকায় একটি কারখানায় অজ্ঞাত রোগে ৬০ শ্রমিক অসুস্থ ,কারখানা ছুটি ঘোষনা
নরসিংদী কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার
লুট হওয়া মটর সাইকেল এসআই কাছে হস্তান্তর করল সাবেক চেয়ারম্যান সোহেল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com