প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৬:১৫ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক অবস্থায় তার চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্ত। এরপর তার সঙ্গে নতুন করে চুক্তি করার বিষয় ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পারফরম্যান্সের ওপর চুক্তি বাড়বে এমন কোনো কথাই ছিল না। ফলে বিশ্বকাপ শেষেই ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে চুক্তি করেন পাকিস্তানি কিংবদন্তি তাতে হতাশ হয় বিসিবি।
আর তাতে সংশয় তৈরি হয় পাকিস্তান সিরিজে তাকে বাংলাদেশের ডাগআউটে দেখা নিয়ে। তবে এ নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস আশার খবর শোনালেন। তিনি জানান, পাকিস্তান সফরে মুশতাক আহমেদকে পাচ্ছে বাংলাদেশ। বিসিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমকে তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজের মুশতাক আহমেদ অ্যাভেইলেবল (পাওয়া যাবে)।’
পাকিস্তান সিরিজের পর তাকে আর পাওয়া যাবে না বলে জালাল বলেন, ‘যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।’
এদিকে সম্প্রতি বাংলাদেশের প্রত্যেক সিরিজ আসলে সাকিব আল হাসান খেলবেন কিনা এমন একটা সংশয় দেখা যায়। এবার পাকিস্তান সিরিজের আগে তেমন কোনো সংশয় নেই। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘সে টেস্টে অ্যাভেইলেবল। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’