যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার হ্যারিস বৈঠক করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে।
হ্যারিস জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে তার গঠনমূলক ও খোলাখুলি কথা হয়েছে। হ্যারিস বলেছেন, 'আমি আবার ইসরায়েলের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতার কথা জানিয়েছি। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। কিন্তু তারা কীভাবে এই অধিকার প্রয়োগ করছে, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়।'
হ্যারিস জানিয়েছেন, 'আমি সেখানকার মানবিক পরিস্থিতি নিয়ে আমার উদ্বেগের কথা স্পষ্ট করে দিয়েছি। আমি এনিয়ে চুপ করে থাকব না।'
বাইডেন-নেতানিয়াহু বৈঠক
বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের প্রধান আলোচ্য ছিল, গাজায় যুদ্ধবিরতি চুক্তি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, 'এই চুক্তি নিয়ে যেটুকু বিরোধ আছে, তা অতিক্রম করা সম্ভব।'
হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, 'যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এখন প্রায় শেষের দিকে। কিছু বিষয়ে মতৈক্য হলেই তা রূপায়ণের পথে বাধা থাকবে না।'
কিরবি জানিয়ছেন, এই চুক্তি দ্রুত হওয়া উচিত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাট মিলার বলেছেন, 'যুক্তরাষ্ট্রের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, দ্রুত এই চুক্তি সেরে ফেলতে হবে।'
বাইডেনকে ধন্যবাদ নেতানিয়াহুর
নেতানিয়াহু জানিয়েছেন, 'মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গত ৫০ বছর ধরে ইসরায়েলকে সমর্থন করেছেন। তার এই ৫০ বছর ধরে জনসেবা করা এবং ইসরায়েলকে সমর্থন করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে আলোচনা করার জন্য আমি উৎসুক।'
বরেলের বক্তব্য
সামাজিক মাধ্যমে পোস্ট করে নেতানিয়াহু দাবি করেছেন, ফিলিস্তিনি শরণার্থীদের জাতিসংঘের এজেন্সি ইউএনআরডাব্লিউএকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইইউ-র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল বলেছেন, 'এটা একেবারেই অর্থহীন কথা।'
বরেল জানিয়েছেন, 'ইসরায়েল সরকার যেন এই ধরনের অর্থহীন কথা বলা বন্ধ করে।' -ডয়চে ভেলে