প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৫:২৫ PM
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। হারুন অর রশিদ জানিয়েছেন, বুধবার (২৪ জুলাই) রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে ব্যারিস্টার পার্থকে গ্রেফতার করা হয়।
সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে মহাখালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয় বলে জানা গেছে। এদিকে আন্দালিব রহমানের দলীয় নেতাকর্মীদের ধারণা, আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ২০০টি মামলায় দুই হাজার ১০০ জনের বেশি গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।