রবিবার ৬ অক্টোবর ২০২৪ ২১ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: ঢাকার যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট       বন্যা পরিস্থিতির অবনতি শেরপুরে, মৃত্যু বেড়ে ৭       লেবাননে ৬ দিনে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত       দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা ৭ দেশের তালিকায় বাংলাদেশ       দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার কোটি টাকা: সিপিডি       ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী গুলি ব্যবহার করা হয়নি: র‍্যাব       সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার      


আশুরার রোজা যে কারণে ২টি রাখতে হয়
ধর্ম ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৫:২৩ PM

মহররম মাসের দশম দিনটি আশুরা নামে পরিচিত। এই দিনে রোজা রাখার অনেক ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (স.) হিজরত করে মদিনায় এলেন এবং তিনি মদিনার ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখলেন। এ সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলল, এটা সেই দিন—যেদিন আল্লাহ মুসা (আ.) ও বনি ইসরাইলকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন ও তার জাতিকে ডুবিয়ে মেরেছেন। তাঁর সম্মানার্থে আমরা রোজা রাখি। তখন রাসুল (স.) বললেন, ‘আমরা তোমাদের চেয়েও মুসা (আ.)-এর অধিক নিকটবর্তী।’ এরপর তিনি এ দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। (সহিহ মুসলিম: ২৫৪৮)

আশুরার রোজা রাখার ক্ষেত্রে শরিয়তের বিধান হলো- মহররমের ৯ তারিখ ও ১০ তারিখ অথবা ১০ ও ১১ তারিখ দুটি রোজা রাখা। কেননা ইহুদিরা একটি রোজা রাখে। তাদের বৈসাদৃশ্যের জন্য দুটি রোজা রাখার কথা বলা হয়েছে। (মুসনাদে আহমদ: ২১৫৪)
অবশ্য কেউ যদি শুধু ১০ মহররম রোজা রাখে, সেটিও আশুরার রোজা হিসাবেই গণ্য হবে। তবে হাদিসের নির্দেশনার ওপর আমল না করার কারণে মাকরুহ তথা অনুত্তম হবে। রাসুলুল্লাহ (স.) বলেছেন- صُومُوا عَاشُورَاءَ وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ، صُومُوا قَبْلَهُ يَوْمًا وَبَعْدَهُ يَوْمًا ‘তোমরা আশুরার দিন রোজা রাখ এবং তাতে ইহুদিদের বিরোধিতা করো, আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো।’ (সহিহ ইবনে খুজাইমা: ২০৯৫)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) বলেন, ‘আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে ৯ তারিখেও অবশ্যই রোজা রাখব।’ (সহিহ মুসলিম: ১/৩৫৯)
এ বছর তথা ২০২৪ সালের পবিত্র আশুরার দিনটি হলো- ১৭ জুলাই, বুধবার। যারা দুইটি রোজা রাখার নিয়ত করেছেন, তারা ১৬ ও ১৭ জুলাই তথা মঙ্গল ও বুধবার রোজা রাখবেন। অথবা ১৭ ও ১৮ জুলাই তথা বুধ ও বৃহস্পতিবার রোজা রাখবেন।

মূলত ইহুদিদের সঙ্গে মিল না রাখার জন্যই দুটি রোজা রাখা সুন্নাহ। এটিই মূল কারণ। ইসলামি অনুশাসন লক্ষ্য করলে দেখবেন, সবকিছুতেই ইহুদিদের সঙ্গে বৈসাদৃশ্য বিদ্যমান। আশুরার রোজাও ইহুদিদের সঙ্গে মিল না রাখার স্বার্থে দুটি রোজা রাখা শরিয়তের বিধান। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেন, ‘তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এ ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য ১০ তারিখের আগের দিন অথবা পরের দিন আরো একটি রোজা রেখে নিয়ো।’ (মুসনাদে আহমদ: ২১৫৪)
তবে নবীজির আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আশুরার দুই রোজা জিলহজের ৯ ও ১০ তারিখ রাখা উত্তম। আল্লাহ তাআলা আমাদের পবিত্র আশুরার দিনের করণীয় যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।







 সর্বশেষ সংবাদ

দারুণ জয়ে রেকর্ড থেকে ২ পয়েন্ট দূরে মেসির মিয়ামি
এনএসআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
আমি একটা ছাগল, এবার মানুষ হবো: মাহি
ঢাকার যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট
বন্যা পরিস্থিতির অবনতি শেরপুরে, মৃত্যু বেড়ে ৭
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ঈদে আসছে অনিক বিশ্বাসের অ্যাকশন ছবি ‘খোদা হাফেজ’
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হলেন কালীগঞ্জের সন্তান মতিউর রহমান
শ্রীপুরে নরসুন্দর (নাপিত) এর হাতে পোশাক শ্রমিক খুন!
কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত
ফরিদপুরের সালথায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com