আনসার ভিডিপি খেলোয়ারদের সম্মানে প্রবাসীদের মধ্যাহ্ন ভোজের আয়োজন
এমরান তালুকদার, মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৬:৩৬ PM
বাংলাদেশ থেকে আগত বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আনসার ভিডিপি হ্যান্ডবল দল মালদ্বীপের ডিএসসি হ্যান্ডবল দলকে পরাজিত করায় মালদ্বীপ প্রবাসীদের আয়োজনে সকল খেলোয়াড়দের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। গতকাল ২৭ই জুন মালদ্বীপের রাজধানী মালের প্রমেলা লেমনগ্রাস রেষ্টুরেন্টে আয়োজিত মধ্যাহ্ন ভোজের শেষে।
বাংলাদেশ আনসার ভিডিপির পক্ষ থেকে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ ও হাইকমিশনের প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন বাংলাদেশ আনসার ভিডিপি ডিরেক্টরেট জেনারেল অব ট্রেনিং মো: জিয়াউল হাসান। এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপের হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামকো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল রানা, ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেড সিইও মোঃ মাকসুদুর রহমান।