বুধবার ২৫ জুন ২০২৫ ১১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিবের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৭:৪৭ PM আপডেট: ১৪.০৬.২০২৪ ৭:৫৫ PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান। 
শুক্রবার বিকাল ৫ টায় তিনি সপরিবারে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন সময় নবনিযুক্ত প্রেস সচিব নাঈমুল ইসলাম খান বলেন- বঙ্গবন্ধু আমাদের অনুভূতিতে মিশে আছেন। শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির পিতার প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা অশেষ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের স্বপ্ন ছিল এ দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় পরিণত করা। জাতির পিতার সেই  স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত, যে রক্তকোনদিন পরাভব মানে না। সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার হাতেই চুড়ান্ত সফলতা অর্জিত হবে। আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অচিরেই গড়ে উঠবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় আমাদের মেধা,শ্রম কাজে লাগাতে অঙ্গীকারাবদ্ধ। পঁচাত্তরের ১৫ই আগষ্ট নৃশংস হত্যাকান্ডে শহীদ হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের প্রায় সকল সদস্য। বাঙালির চিরকাঙ্খিত স্বাধীনতা এনে  দিয়েছেন বঙ্গবন্ধু। দেশের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছেন নিজের প্রাণ। আমরা সেই মহান নেতা ও তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার  মাগফেরাত কামনা করি।একই সঙ্গে মহান বাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি  যেন বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সকল সদস্যকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আমীন।


শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব শাখাওয়াত মুন ও ইমরুল কায়েস, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাসিমা খান মন্টি, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান আরিফ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক, উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, থানার ওসি খন্দকার আমিনুর রহমান এবং প্রেস সচিবের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে তাকে ফুলেল অভ্যর্থনা জানান গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও  পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সালথা নেতাকর্মীদের মারধর জুলুম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংস্কারের প্রশ্নে কোনো আপস নেই : নুর
রোদ, ঘাম আর স্বাস্থ্যঝুঁকি: কেমন হোক গরমের দিনযাপন?
জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না : জ্বালানি উপদেষ্টা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শেখ হাসিনা আইনের শাসন ধ্বংস করেছেন : গিয়াসউদ্দিন
গাজীপুরে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা ও আনন্দ মিছিল
কুড়িগ্রামের ফুলবাড়ী: মাদকের রেডজোনে পরিণত সীমান্তবর্তী উপজেলা
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা গ্রেপ্তার
ভালুকায় পোশাক কারখানার সামনে থেকে যুবকের লাশ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com