শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৫ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


‘ইউরোয় ২০০ শতাংশ দেবেন রোনালদো’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৭:৩৩ PM

২০০৪ সালে পর্তুগালের জার্সিতে সর্বপ্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ এই মহাতারকা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের এবারের আসরেও খেলবেন। সে লক্ষ্যে প্রস্তুতিও সেরেছেন বেশ ভালোভাবেই। ইউরো শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গতকাল মাঠে নেমেছিল পর্তুগাল। এই ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগীজ মহাতারকা। এদিকে পর্তুগালকে ২০১৬ সালে ইউরো জেতানো এই তারকা এবারই শেষবারের মত এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন এমনটাই ধারণা করা হচ্ছে। রোনালদোর বর্তমান বয়স ৩৯। ইউরোর পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারেন সিআরসেভেন এমন সম্ভাবনার কথাও জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

অবশ্য অবসরের ইঙ্গিত দিয়েছেন রোনালদো নিজেও। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি জানি যে ফুটবলে আমার আর বেশি সময় বাকি নেই। প্রতিটা বছরই তাই এখন আমার জন্য উপহারের মত যে আমি খেলা চালিয়ে যেতে পারছি। ৩৫ বছরের ফুটবল খেলা চালিয়ে যেতে পারাটাই একটা উপহার, আর আমার বয়স ৩৯, তাই আমি সব সময় উপভোগ করার চেষ্টা করি।’ এদিকে রোনালদোর সতীর্থ রুবেন নেভেস মনে করেন জাতীয় দলকে এখনো অনেক কিছুই দেয়ার আছে রোনালদোর। তাই আসন্ন ইউরোকে সামনে রেখে সিআরসেভেনের প্রতি নিজের আস্থার কথা জানিয়েছেন তিনি।

নেভেস বলেন, ‘তার সঙ্গে খেলার অনুভূতি প্রকাশের ভাষা আমার জানা নেই। আজও দুটি গোল করলেন। ইউরোর জন‍্য প্রস্তুতি ম‍্যাচ খুব ভালোভাবে শেষ করলেন। তাই প্রত‍্যাশা অনেক উঁচুতে।’ ইউরোতে রোনালদো তাঁর দুইশ শতাংশ দিবেন জানিয়ে নেভেস আরও বলেন, ‘আমরা জানি জাতীয় দলকে সাহায‍্য করার জন‍্য তিনি নিজের দুইশ শতাংশ দেবেন। অবশ‍্যই আরও অনেক গোল করার জন‍্য আমরা তার ওপর আস্থা রাখছি।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের উদ‍্যোগে বৈশাখ বরণ এবং আলোচনা
কুমিল্লার নাঙ্গলকোটে ছাদ বেয়ে এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ, যুবকের ৬ মাসের কারাদণ্ড
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
নবনিযুক্ত রাষ্ট্রদূত মাসুদুর রহমানের মাদ্রিদ দূতাবাসে প্রথম কর্ম দিবসে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বার্সেলোনার পাঁচ তারকা হোটেলে বৈশাখী অনুষ্ঠান উজ্জাপিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বজ্রপাতে কালীগঞ্জে কৃষকের মৃত্যু
মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
শেরপুরে হত্যা মামলার আসামী হলেই লুটপাট হয় বাড়ি ঘর
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
বাচসাসকে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com