প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ১০:৫০ PM
প্যারিসের জুরিস পার্কে অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। রবিবার ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে দিনব্যাপী ১৭তম বৈশাখী এ মেলার আয়োজন করে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী । অনুষ্ঠানে প্রবাসী, নারী ও শিশুদের কোলাহল এবং আনন্দ উল্লাস আর পদচারনায় মুখরিত ছিলো মেলা প্রাঙ্গণ। স্বরলিপি সাধারণ সম্পাদক শাকিল সরকার ও সাংস্কৃতিক সম্পাদক হেপী চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই প্রবাসীদের শুভেচ্ছা জানান স্বরলিপি সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ফ্রান্স জাতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান, এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব,বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা,যুক্তরাজ্য প্রবাসী আমির সোহেল ,বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান,মির্জা গ্রুপের কর্ণধার মির্জা মাজহারুল ইসলাম , ব্যবসায়ী রাবিনা বেগম,ব্যবসায়ী আমীন খান হাজারী,ইমন গ্রুপের চেয়ারম্যান ইমন রিয়াদ, ব্যবসায়ী আহমদ হাবিব, ব্যবসায়ী মাহমুদুল হাসান জয়,আবিদ হোসেন, মোহাম্মদ বাসিত হোসেন । অনুষ্ঠানে এ সময় প্রবাসীদের কল্যাণে বিভিন্নভাবে অবদানের স্বীকৃতি হিসাবে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন।