প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৯:০৪ PM
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার ব্যক্তি হলেন- মো. শাকিল মোল্লা (২৭)।
রাজধানীর কোতয়ালী থানার জিন্দাবাহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার এটিইউ এর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখা) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, গোয়েন্দা তথ্যে বৃহস্পতিবার রাতে রাজধানীর জিন্দাবাহার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের সদস্য মো. শাকিল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উগ্রবাদী লেখা সংবলিত বিভিন্ন ডকুমেন্ট, ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার শাকিল মোল্লা জিন্দাবাহার এলাকায় একটি প্রিন্টিং এর দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। জসিম উদ্দিন রাহমানির বক্তব্যে উদ্ভুদ্ধ হয়ে তিনি আনসার আল ইসলামে যোগ দেন। এরপর থেকে তিনি এই সংগঠনের সমর্থন ও সদস্যপদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্নভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন।
তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী বক্তব্য, অডিও-ভিডিও লাইক, শেয়ারসহ সমমনাদের বন্ধু তালিকায় যুক্ত করে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনটিন দলীয় কর্মকাণ্ড প্ররোচিত করছিলেন। এছাড়া শাকিল মোল্লা সাইবার স্পেস ব্যবহার করে সশস্ত্র জিহাদের মাধ্যমে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার বিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস ও ভীতি সঞ্চারসহ জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে সংগঠনের পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।