প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৯ PM
পাকিস্তানের নির্বাচনী সংস্থা ২০২৪ সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেছে। শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা ও পিটিআই দলের গণমাধ্যম বিভাগ এ বিষয়টি নিশ্চিত করেছে।
আল-আরাবিয়া নিউজ জানিয়েছে, ‘পাকিস্তানের নির্বাচন কমিশন ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র প্রত্যাখ্যান করেছে।’ ৭১ বছর বয়সী সাবেক এ ক্রিকেট তারকা ২০২২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক ও আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ক্ষমতায় থাকার সময় বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে তাকে তিন বছরের জন্য জেলে যেতে হয়। এরপর তাকে জনসমক্ষে দেখা যায়নি।
পিটিআই দলের গণমাধ্যম বিভাগ জানিয়েছে, ইমরান খান দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার কারণে ৮ ফেব্রুয়ারির জন্য নির্ধারিত জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য হয়েছেন। তবুও তিনি শুক্রবার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। লাহোর থেকে প্রত্যাখ্যাত প্রার্থীদের একটি তালিকার বিষয়ে পাকিস্তানের নির্বাচন কমিশন বলেছে, ইমরান খানের মনোনয়ন প্রত্যাখ্যান করা হয়েছিল কারণ তিনি নির্বাচনী এলাকার একজন নিবন্ধিত ভোটার ছিলেন না। এছাড়া তিনি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। এ কারণে তিনি নির্বাচনে অযোগ্য।
পিটিআই দলের গণমাধ্যম বিভাগ জানিয়েছে, ইমরান খানকে তার নিজ শহর মিয়ানওয়ালি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার মনোনয়ন প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের নির্বাচনী সংস্থা। ইমরান খানের অভিযোগ, শক্তিশালী সামরিক বাহিনীর রোষানলে পড়েছেন তিনি। এ কারণে তাকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত শুক্রবার রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস সংক্রান্ত একটি মামলায় ইমরান খানকে জামিন দিয়েছে। তবে দেশটির হাইকোর্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে কোনো সুযোগ দেয়নি।
সূত্র : রয়টার্স