প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৫:২২ PM
চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ডং জুনকে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
ডং জুনের পূর্বসূরিকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার দুই মাস পর চীন নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছে।
ডং এর আগে দেশটির নৌবাহিনীর কমান্ডার ছিলেন। তিনি লি শাংফু-এর কাছ থেকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। আগস্টে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল লিকে। এর আগে তিনি চীনের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
শুক্রবার বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির বৈঠকে চীনের শীর্ষ আইনপ্রণেতারা ডং জুনকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এই বছরের শুরুর দিকে দেশটির শীর্ষ পদ থেকে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
লি শাংফুর পাশাপাশি জুলাই মাসে কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে অপসারণ করা হয়। তাদেরকে বরখাস্তের জন্য কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি। দু’জনেই যথাক্রমে মাত্র সাত মাস তাদের পদে ছিলেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, এই সপ্তাহে আরও অনেককে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার স্থায়ী কমিটি থেকে ৯ শীর্ষ সামরিক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। চীনের সরকারি গণমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থাগুলোর তিনজন নির্বাহীকেও এই সপ্তাহের শুরুতে বেইজিংয়ের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থা থেকে অপসারণ করা হয়েছে। কিছু বিশ্লেষক বলছেন, এসব ঘটনা এ ইঙ্গিত দিচ্ছে যে শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্য করে দেশটিতে একটি শুদ্ধি অভিযান চলছে।
সূত্র : বিবিসি