প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৮ PM
ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র বিশেষ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
গত বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর মিন্টুরোডে গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে হাজির হয়ে হারুন অর রশীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফোবানার সাবেক চেয়ারম্যন এবং বর্তমান অ্যাওয়ার্ড কমিটির ডিরেক্টর জনাব জাকারিয়া চৌধুরী।
চলতি বছর কানাডার মন্ট্রিয়লে লেবার ডে লং উইকেন্ড ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর তিনদিন নানা আয়োজনে সাজানো ছিল ৩৭তম ফোবানা সম্মেলন। স্থানীয় পাঁচ তারকা হোটেল লাভাল শেরাটনে দর্শনার্থীদের ঢল নেমেছিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে নিমন্ত্রিত ছিলেন হারুন অর রশিদ। কিন্তু রাষ্ট্রীয় ব্যস্ততায় শেষ পর্যন্ত কানাডায় যেতে পারেননি ডিবি প্রধান।
ঢাকায় নিজ কার্যালয়ে সেই সম্মাননা গ্রহণ করে ফোবানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে হারুন অর রশীদ বলেন, ফোবানা উত্তর আমেরিকাতে বাংলা সংস্কৃতির বিকাশ ও লালনে আরো সক্রিয় ভূমিকা পালন করে। এমন একটি সংগঠনের পক্ষ থেকে সম্মাননা পেয়ে ভালো লাগছে। আমি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। ডিবি প্রধানের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পর ফোবানার সাবেক চেয়ারম্যন জাকারিয়া চৌধুরী বলেন,হারুন অর রশীদ জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসাবে সাধারণ মানুষের কাছে বেশ সুপরিচিত। ন্যায়-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কারণে কর্মক্ষেত্রেও তিনি বেশ জনপ্রিয়। এমন একজনকে সম্মননা জানাতে পেরে ফোবানা কর্তৃপক্ষও বেশ আনন্দিত।
উত্তর আমেরিকার বাংলাদেশিদের মধ্যে ভাব বিনিময় ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট ও তা সুদৃঢ় করার যে অঙ্গিকার নিয়ে ১৯৮৭ সালে ফোবানা গঠিত হয় সেটি পূর্ণভাবেই এখনও মূল ফোবানা ধারণ করে চলেছে। ফোবানার সেন্ট্রাল কমিটি পরবর্তী সম্মেলন ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে।