প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৮ PM
গ্রামে-গঞ্জে ফেরিওয়ালাদের দেখা যায় বাড়িতে বাড়িতে গিয়ে তারা নারীদের জমানো চুল কিনে নেয়। কিছু টাকার জন্য অনেক নারী নিজেদের চুল জমিয়ে রাখেন এবং ফেরিওয়ালা এলে বিক্রি করে দেন। এভাবে চুল ক্রয়-বিক্রয় কি জায়েজ আছে?
না। চুলসহ মানবদেহের কোনোকিছু বা অঙ্গ-প্রত্যঙ্গ বেচাকেনা করা সম্পূর্ণ নাজায়েজ। শরিয়ত এগুলোর বেচাকেনা নিষিদ্ধ করেছে। মানুষ সৃষ্টির সেরা। তাই মানুষের সব অঙ্গই সম্মানিত। শরীরে যুক্ত থাকলে যেমন সম্মানের দাবি রাখে, শরীর থেকে পৃথক হয়ে গেলেও তা সম্মানিত। তাই মানুষের কোনো অঙ্গকে ব্যবসায়িক পণ্য বানানো যাবে না।
তাছাড়া নারীদের কর্তিত চুলও সতরের অন্তর্ভুক্ত। তা বিনা প্রয়োজনে বেগানা পুরুষকে দেখানো জায়েজ নেই। এছাড়াও চুল অন্যের হাতে গেলে বিভিন্ন ফিতনাও হতে পারে। তাই চুল বেচাকেনা করা থেকে বিরত থাকা আবশ্যক। কর্তিত চুল সম্ভব হলে দাফন করে দেবে। (হেদায়া: ৫/১০৬, ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ৯/৪৮২; আলজামেউস সাগির, পৃ-৩২৮; বাদায়েউস সানায়ে: ৪/৩৩৩; ফাতহুল কাদির: ৬/৬৩; তাবয়িনুল হাকায়েক: ৪/৩৭৬; ফতোয়ায়ে হিন্দিয়া: ৫/৩২৯; রদ্দুল মুহতার: ৬/৪০৫)