প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৭:৫০ PM
রাজধানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় তার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্বোধন অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে একটি মাইলফলক অর্জনের পথে এগিয়ে গেলো। ২৭ ডিসেম্বর পূর্বাচলের শেখ হাসিনা স্মরণীতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিণী ফার্স্ট লেডি এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ রেবেকা সুলতানা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য BNS Group-এর চেয়ারম্যান ও Daily Sangbad Pratidin-এর প্রকাশক জনাব এম. এন. এইচ. বুলু, রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির ছেলে প্রযোজক, রাজনীতিবিদ আরশাদ আদনানসহ বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, শিক্ষক, স্টাফ ও ছাত্রবৃন্ধ। এই উদ্বোধন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন যুগের যাত্রা নির্দেশক। ঢাকার ভবিষ্যৎ শহর পূর্বাচলের শেখ হাসিনা স্মরণীতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষামূলক উন্নতি এবং ছাত্রছাত্রীদের গঠনমূলক উন্নতির প্রতি প্রতিশ্র“তির একটি প্রমাণপত্র।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ রেবেকা সুলতানা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ভিসি, প্রোভিসি প্রমুখ। আলোচনাকালে প্রফেসর ডঃ রেবেকা সুলতানা স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজের শুভারম্ভে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তার শুভকামনা জানান। উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে তিনি কর্মমুখী শিক্ষা এবং চরিত্র গঠনের উপযোগিতা সম্পর্কে উৎসাহমূলক বার্তা দেন। পরিশেষে তিনি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে নিজ বক্তব্য শেষ করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় বরাবরই এই দেশের শিক্ষাক্ষেত্রে দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করার লক্ষে বদ্ধপরিকর। এ মর্মে ছাত্র এবং শিক্ষকদের যেকোন প্রকার সুযোগ-সুবিধা প্রদানে কর্তৃপক্ষ পিছপা হবে না। অনুষ্ঠানের শেষ পর্বে একটি মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি হয়।