প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৬ PM আপডেট: ২৭.১২.২০২৩ ৭:১২ PM
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কাজ উদ্ধোধন করলেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিনের সহধর্মিণী ও ফার্স্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা।
২৭ ডিসেম্বর পূর্বাচলের শেখ হাসিনা সরণিতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফার্স্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য BNS Group-এর চেয়ারম্যান ও Daily Sangbad Pratidin-এর প্রকাশক জনাব এম. এন. এইচ. বুলু, রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও ফার্স্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা ছেলে প্রযোজক, রাজনীতিবিদ আরশাদ আদনানসহ অন্যান্য অতিথিবৃন্ধ। অনুষ্ঠানে সভাপিত্ব করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অবট্রাস্টিজের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. রায়হান আজাদ, নীতি ও উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সুজাদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইফ্ফাত জাহান ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী এ এস এম আরিফ।
আলোচনা অনুষ্ঠানে ফার্স্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা হিসেবে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থাকার কথা জানান।