সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


ফের বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৭:২২ PM

আবারও স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক। এবার প্রতিটি মুদ্রায় পাঁচ হাজার টাকা বাড়িয়ে এক লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এর আগে গত ২১ নভেম্বর থেকে প্রতিটি মুদ্রায় পাঁচ হাজার টাকা বাড়িয়ে করা হয় ৯৫ হাজার টাকা। এ নিয়ে চলতি বছর ছয় দফায় প্রতিটি স্মারক মুদ্রায় ২৫ হাজার টাকা বাড়ল।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের 'স্মারক স্বর্ণ মুদ্রা ও স্মারক রৌপ্য মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ' সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য বৃদ্ধিজনিত কারণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত স্মারক মুদ্রাসমূহের (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য পুনঃনির্ধারণ করা হলো, যা ২৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে। বর্তমানে তিন ধরনের স্মারক স্বর্ণমুদ্রা রয়েছে। প্রতিটি মুদ্রা ২২ ক্যারেট মানের ১০ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে তৈরি। এসব মুদ্রা হলো- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১।

বাংলাদেশ ব্যাংক চলতি বছর প্রথম দফা গত ৯ জানুয়ারি ৭৫ হাজার থেকে বাড়িয়ে ৭৮ হাজার টাকা করে। পরে ১৭ জানুয়ারি পাঁচ হাজার টাকা বাড়িয়ে করা হয় ৮৩ হাজার টাকা। ২২ মার্চ চার হাজার টাকা বাড়িয়ে করা হয় ৮৭ হাজার টাকা। এরপর গত ৫ নভেম্বর থেকে প্রতিটি মুদ্রায় বাড়ানো হয় তিন হাজার টাকা। ২১ নভেম্বর প্রতিটি মুদ্রায় বাড়ানো হয় পাঁচ হাজার। এ দফায় আবারও বাড়ল পাঁচ হাজার টাকা।

এর আগে ২০২২ সালে তিন দফায় প্রতিটি মুদ্রায় নয় হাজার টাকা বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক।
স্বর্ণের বাইরে বর্তমানে রৌপ্য ও নিকলের স্মারক মুদ্রা রয়েছে ১১ ধরনের। আর চার ধরনের কাগুজে স্মারক নোট রয়েছে। সাধারণভাবে এসব স্মারক মুদ্রা শুধু কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন শাখা অফিস এবং মিরপুরে বাংলাদেশ ব্যাংকের টাকা যাদু ঘর থেকে কিনতে পাওয়া যায়। গ্রাহকের বিশেষ অনুরোধে ব্যাংক শাখাও সংগ্রহ করে দেয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বিদায় ২০২৩ স্বাগত ২০২৪
নতুন বইয়ের ঘ্রাণে মাতবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থী
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
আগৈলঝাড়ায় বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ
কালিহাতীর আফজালপুর চরে নৌকার বিশাল সভা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

স্বাধীনতার গান আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে চান লেনিন
কালীগঞ্জে ২ ভাগে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা
গাজীপুরে প্রেমিকাকে গলা কেটে হত্যা প্রেমিক আটক
এই প্রথম মৃত্যুবরণ কারী সকল ইপিএসকর্মী সহ প্রবাসীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ডিআইএর পরিচালক অলিউল্লাহ আজমতগীরের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com