প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৬ PM
পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন সাবেক এক সেনা সদস্য। কেনা ও ওয়ারিশ সূত্রে পাওয়া মালিকানায় থাকা জমি পিবিআইয়ের ইন্সপেক্টর আওলাদ হোসেন ও তার সহযোগিরা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক সেনা সদস্য (কর্পোরেল) সোহাব উদ্দিন এবং তার দুই ভাই আব্দুর রশিদ ও মো. আলাউদ্দিন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলাও করেছেন ভুক্তভোগিরা। আর এর পর প্রতিনিয়তই হুমকি দিয়ে আসছেন পিবিআইয়ের ইন্সপেক্টর আওলাদ হোসেন। সোমবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে বলা হয়, মুন্সীঞ্জ জেলার সিরাজদিখানের চর পানিয়া জেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া মৌজার আরএস খতিয়ান নং-০৩, আরএস ২৬৯/২৭২, ৬০৯ দাগের ৪২১ শতাংশ কাতে ১৯৬ শতাংশ জমি ১৯৭৮ সালে খরিদ করি, খরিদ সূত্রে ওয়ারিস মালিক হয়ে দীর্ঘ দিনযাবত ভোগ দখল করে আসছিলাম। ৮/৯ মাস পূর্বে একই এলাকার আবুল হোসেন, জাকির হোসেন ও আওলাদ হোসেন ওই সম্পত্তি জোর পূর্বক দখল করার পায়ঁতারা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১০ ডিসেম্বর বিকালে জোরপূর্বক দখলের চেষ্টা করে। বাধা দিলে আমাদেরই বিভিন্নভাবে হুমকি দেয়া শুরু করে এবং ভয়-ভীতি দেখায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করি করা হয় (জিডি নং-৪৪৮) এরপর তারা আরো বেপরোয়া হয়ে উঠে এবং জমিটি দখলে নিয়ে নেয়। এ ধটনায় মুন্সিগঞ্জ আদালতে মামলা করা হয়। (মামলা নং-৫৮৪)।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগিরা অভিযোগ করেন এই সব কিছুর পেছনের কাজ করছেন পিবিআইয়ের ইন্সপেক্টর আওলাদ হোসেন। শুধু তাই নয় এই পিবিআই এর কর্মকর্তা গ্রামে গিয়ে বলেন, কেউ তার কিছুই করতে পারবেন না। তিনি গ্রামের কারো বিচার শালিশ মানবেন না। তিনি একাই একশ। এমতা অব¯’ায় পিবিআইয়ের ইন্সপেক্টর এবং তার সহযোগিদের হাত থেকে জমি উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপের দাবি জানান তারা।