সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১
 
শিরোনাম: বিদায় ২০২৩ স্বাগত ২০২৪        নতুন বইয়ের ঘ্রাণে মাতবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থী        জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি        বিএনপির নেতাকর্মীরা এবার নৌকায় ভোট দেবে : তথ্যমন্ত্রী        ড. মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক        ‘অসুস্থ’ রিজভীকে খুঁজছে ডিবি, শিগগিরই গ্রেপ্তার        সবার আগে নিউজিল্যান্ড ও কিরিবাতিতে নববর্ষের উল্লাস শুরু       


রেলে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে আটক ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৫:২৪ PM

নারায়ণগঞ্জ শহরে রেললাইনে হাতবোমা বিস্ফোরণের চেষ্টার সময় হাতেনাতে তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান। আটক ব্যক্তিরা হলেন- বগুড়ার জয়নাল, নীলফামারীর হাবিবুর রহমান ও হাসান। তারা কেউই নারায়ণগঞ্জের বাসিন্দা না। তারা নাশকতার জন্যই নারায়ণগঞ্জে এসেছিলেন বলে দাবি পুলিশের। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এসআই মোখলেসুর রহমান বলেন, রোববার সকাল থেকে আমরা সতর্ক পাহারায় ছিলাম। দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় একজনের হাতে বোমাটি দিয়ে আরেকজন সুতলি জ্বালানোর চেষ্টা করছিলেন। এমন সময় আমরা তাদের হাতেনাতে আটক করি। তাদের সাথে আরও কিছু ছিল কি না সেটা আমরা তল্লাশি করে পাইনি। পুলিশ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন। তারা কার হুকুমে এই কাজের চেষ্টা করেছেন এবং তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

আটক তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।
প্রসঙ্গত, সম্প্রতি বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে ট্রেনে নাশকতার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন মারা গেছেন, আহত হয়েছেন অনেকেই। নাশকতার আশঙ্কায় কয়েকটি ট্রেনের রাতের যাত্রা স্থগিত রাখা হয়েছে। এছাড়া সারাদেশে রেলওয়ের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বিদায় ২০২৩ স্বাগত ২০২৪
নতুন বইয়ের ঘ্রাণে মাতবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থী
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
আগৈলঝাড়ায় বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ
কালিহাতীর আফজালপুর চরে নৌকার বিশাল সভা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে ২ ভাগে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা
স্বাধীনতার গান আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে চান লেনিন
গাজীপুরে প্রেমিকাকে গলা কেটে হত্যা প্রেমিক আটক
এই প্রথম মৃত্যুবরণ কারী সকল ইপিএসকর্মী সহ প্রবাসীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রবাসী ভিআইপি ক্লাবের বিলেতে পথযাত্রা : পিঠা উৎসব ও সাংষ্কৃতিক অনুষ্ঠান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com