প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৬:২৮ PM
মাছের পোনার গাড়িতে ইঞ্জিনের নিচে অভিনব কায়দায় ২৮০ বোতল ফেনসিডিল পাচারকালে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১। তারা হলেন- জয়নাল হোসেন (৪২), জাবেদ (৩২), আসাদুল ইসলাম (৩৫) ও আলমগীর হোসেন (২৭)।
বৃহস্পতিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর খাড়াজোঁড়া এলাকার টাঙ্গাইল টু ভোগড়া হাইওয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৮০ বোতল ফেনসিডিল, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ, পাঁচটি মোবাইল ফোন, পাঁচটি সিম কার্ড, একটি ডিজেলচালিত মেশিন (শ্যালো) এবং নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা জানতে পারেন যে, রংপুর জেলা থেকে একটি পিকআপ আসছে। সেটিতে ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে গাজীপুরের দিকে আসবে। এরপর টাঙ্গাইল টু ভোগড়া হাইওয়ে অভিযান শুরু করে র্যাব। অভিযানে একটি পিকআপ সন্দেহ হলে সেটি তল্লাশিকালে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। র্যাব কর্মকর্তা আরও জানান, তারা দীর্ঘদিন থেকে রংপুর জেলা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিলেন। পরে এসব মাদক গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন তারা। উদ্ধার মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।