প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৮:৩৬ PM
২২তম ওভারে কুলদীপ যাদবের বলে সিঙ্গেল নিয়ে হাফ সেঞ্চুরি করলেন ট্র্যাভিস হেড। ৫৮ বল খেলে ৬ চার ও ১ ছয়ে চলতি বিশ্বকাপে তৃতীয়বার পঞ্চাশ ছুঁলেন অস্ট্রেলিয়ান ওপেনার। তার ব্যাটে ভর করে ভারতকে চাপে রেখেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলেন ৬২ রানের ইনিংস। ৪৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। দায়িত্বশালী ব্যাটিংয়ে ওই ধাক্কা সামলে উঠেছেন মার্নাস লাবুশেন ও ট্র্যাভিস হেড। তাদের জুটি ৫০ ছাড়িয়ে গেছে।
বুমরার জোড়া আঘাত
যশপ্রীত বুমরা পরপর দুই ওভারে দুটি উইকেট তুলে নিলেন। পঞ্চম ওভারে মিচেল মার্শকে, সপ্তম ওভারে স্টিভ স্মিথকে প্যাভিলিয়নে পাঠান তিনি। ৪ রান করে স্মিথ এলবিডব্লিউ হন। ভারতীয় পেসারের তোপে পড়ে ১ উইকেটে ৪১ রান করা অস্ট্রেলিয়ার ৪৭ রানে নেই ৩ উইকেট। পাওয়ার প্লে শেষে আর কোনও উইকেট না হারিয়ে ৬০ রান তাদের।
মার্শকে ফিরিয়ে ভারতের স্বস্তি
ডেভিড ওয়ার্নারকে হারানোর দুঃখ ভুলিয়ে দিয়েছিলেন মিচেল মার্শ। একটি করে চার ও ছয় মেরে ভারতকে অস্বস্তিতে রাখেন তিনি। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। পঞ্চম ওভারে যশপ্রীত বুমরার বলে পেছনে লোকেশ রাহুলকে ক্যাচ দেন। ১৫ বলে ১৫ রান করেন তিনি। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারালো অস্ট্রেলিয়া।
আগ্রাসী শুরুর পর ওয়ার্নারের বিদায়
যশপ্রীত বুমরার প্রথম ওভার থেকে ১৫ রান তুলে নিয়েছে ট্র্যাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া ২৪১ রানের লক্ষ্যে নেমে আগ্রাসী শুরু করেছিল। তবে বল হাতে নিয়ে মোহাম্মদ শামি ওয়ার্নারকে ফেরান। ভারতীয় পেসার বোলিংয়ে এসে ওয়াইড দেন। পরের ডেলিভারিতে স্লিপে বিরাট কোহলির ক্যাচ হন অজি ওপেনার। ১৬ রানে প্রথম উইকেট হারালো অস্ট্রেলিয়া।