রোববার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫ অগ্রহায়ণ ১৪৩০
 
শিরোনাম: শিগগির ভারত থেকে আসছে ৫২ হাজার টন পেঁয়াজ        গাজার অর্ধেক জনগোষ্ঠীই এখন অভুক্ত: জাতিসংঘ        ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি : শিক্ষাবোর্ড        ব্যালট বাক্স ছিনতাই হলে ভোট বন্ধের নির্দেশনা        ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, হাসপাতালে ৪৫৯        হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত        আ.লীগের নির্বাচনী প্রচার শুরু কবে, জানালেন কাদের       


গাজার স্কুলে ইসরায়েলি হামলার নিন্দা সৌদি আরবের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ৫:৩০ পিএম |

গাজার স্কুলে ইসরায়েলি হামলার নিন্দা করেছে সৌদি আরব। শনিবার সৌদি সরকার গাজা উপত্যকার উত্তরে আল-ফাখৌরা স্কুলে ইসরায়েলি আক্রমণকে ‘নির্লজ্জ বোমা হামলা’ বলে বর্ণনা করেছে। এ ইসরায়েলি হামলায় অসংখ্য ফিলিস্তিনি নিহত হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা গাজা উপত্যকার ইউএনআরডব্লিউএ পরিচালিত আল-ফাখৌরা স্কুলে মারাত্মক বোমা হামলার তীব্র নিন্দা করেছে। দেশটি পরিকল্পিতভাবে বেসামরিক লোকদের ওপর এ ধরনের ইসরায়েলি হামলার নিন্দা করেছে। তারা অবিলম্বে যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও ত্রাণ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সৌদি আরব জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। এ কারণে তাদের জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি।

শনিবার ইসরায়েলি বিমান হামলায় স্কুলটিতে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়। জাবালিয়া শরণার্থী শিবিরের এ স্কুলটি জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক সংস্থা বা ইউএনআরডব্লিউএ দ্বারা পরিচালিত হয়। ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১২ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরুদ্ধ এ অঞ্চলে অব্যাহত ইসরায়েলি হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জা-সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় জ্বালানি, বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ আছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫০০০ শিশু রয়েছে।

শনিবার খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন নিহত হয়। ওই ঘটনার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। অপরদিকে গাজা শহরের প্রধান হাসপাতাল ছেড়ে শনিবার শত শত মানুষ চলে গেছে। তাদের মধ্যে কয়েকজন রোগীও আছেন।
সেখানকার কয়েকজন মেডিকেল কর্মকর্তা বলেছেন যে তাদের চলে যেতে বলা হয়েছিল, কিন্তু ইসরায়েল তাদের এই দাবির বিরোধিতা করেছে।
গোলাগুলির মধ্যে অনেক মানুষকে ধ্বংসস্তূপের মধ্যেকার পথ দিয়ে হাঁটতে দেখা গেছে। হামাসের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, উত্তর গাজার জাবালিয়ায় দু’টি বিস্ফোরণে একসঙ্গে ৮০ জন নিহত হয়েছেন।

সূত্র : বিবিসি







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রথম হিন্দি সিনেমার প্রিমিয়ারে ঢাকাই জামদানিতে জয়া
তদন্ত কমিটির মুখোমুখি হাথুরুসিংহে
শিগগির ভারত থেকে আসছে ৫২ হাজার টন পেঁয়াজ
গাজার অর্ধেক জনগোষ্ঠীই এখন অভুক্ত: জাতিসংঘ
২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি : শিক্ষাবোর্ড
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পেলেন নাজমী জান্নাত
পাখির গানে সুরের রাজকুমারী আঁখি
নিউ ইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত এনআরবি অ্যাওয়ার্ডের ১৩তম জমকালো আসর
চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের চতুর্থ বর্ষপূর্তিতে নানা আয়োজন
লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com