রোববার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫ অগ্রহায়ণ ১৪৩০
 
শিরোনাম: শিগগির ভারত থেকে আসছে ৫২ হাজার টন পেঁয়াজ        গাজার অর্ধেক জনগোষ্ঠীই এখন অভুক্ত: জাতিসংঘ        ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি : শিক্ষাবোর্ড        ব্যালট বাক্স ছিনতাই হলে ভোট বন্ধের নির্দেশনা        ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, হাসপাতালে ৪৫৯        হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত        আ.লীগের নির্বাচনী প্রচার শুরু কবে, জানালেন কাদের       


পুরস্কার পেয়েও খুশি নন রেজমিন সেতু
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৬:০৪ পিএম |

এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী রেজমিন সেতু। বাবা-মায়ের উৎসাহে ছোটবেলা থেকেই বিনোদন অঙ্গনে নাম লেখান তিনি। শোবিজে যাত্রা শুরু করেন নৃত্যশিল্পী হিসেবে। ২০১২ সালে মফস্বল থেকে ঢাকায় এসে যুক্ত হয়েছিলেন টোকাই নাট্যদলে। এরপর এই নাট্যদলের হয়ে বেশ কিছু মঞ্চ নাটকে কাজ করেন তিনি। সেখানে কাজ করা অবস্থায় প্রথম নাটকের অভিনয় করার প্রস্তাব পান। এভাবেই তার শুরুটা। বর্তমানে একের পর এক নাটক-টেলিছবিতে অভিনয় করে চলেছেন এই অভিনেত্রী।


সেতুর শুরুটা ছোট চরিত্র দিয়ে হলেও এখন তাকে ঘিরেই নির্মিত হয় নাটক। পাওয়া যায় কেন্দ্রীয় চরিত্রে। তারকাবহুল দীপ্ত টিভির চলতি ধারাবাহিক ‘জবা’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করছেন রেজমিন সেতু। আশিস রায় পরিচালিত এ ধারাবাহিকে প্রায় ৭০০ জন শিল্পীর মধ্য থেকে ‘জবা’র জন্য সেতুকে নির্বাচিত করা হয়েছে বলে জানান তিনি। এরই মধ্যে ধারাবাহিকটির ২৬১ পর্ব প্রচার হয়েছে। দর্শকমহলেও বেশ সাড়া ফেলছে। ধারাবাহিকটিতে অনবদ্য অভিনয়ের জন্য সেতু পেলেন কাজের স্বীকৃতি। গত দুই বছর ধরে শিল্পী ও নির্মাতাদের কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করে আসছে দীপ্ত টেলিভিশন। সেই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে ধারাবাহিক নাটক বিভাগে ‘জবা’র জন্য সেরা নারী অভিনয়শিল্পীর পদক পেয়েছেন সেতু। সম্প্রতি ১৩টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়েছে।


এমন সাফল্যে উচ্ছ্বসিত কণ্ঠে অনুভূতি জানিয়ে সেতু গণমাধ্যমকে বলেন, ভীষণ ভালো লাগছে অল্প সময়ে ধারাবাহিকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ অর্জন আমার একার না পুরো টিমের। পুরস্কারটি জবা টিমকে উৎসর্গ করছি। বিশেষ করে দর্শকেরা যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন। তবে পুরস্কারটি আমি না পেয়ে পরিচালক পেলে আরও বেশি খুশি হতাম। কারণ, তিনি দীর্ঘদিন ধরেই কাজ করছেন। এমন একটি পুরস্কার তার পাওয়া উচিত। আমার এই অর্জন মায়ের জন্যই। পুরস্কার আরও দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে। আগামীতে আরও ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা অবহ্যাত থাকবে। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে সবার মতো সেতুও বড় পর্দায় কাজ করতে চান। নিজেকে মেলে ধরতে চান চলচ্চিত্রে। ভালো গল্প ও চরিত্রে পেলে আগামীতে চলচ্চিত্রে কাজ করতে চান তিনি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রথম হিন্দি সিনেমার প্রিমিয়ারে ঢাকাই জামদানিতে জয়া
তদন্ত কমিটির মুখোমুখি হাথুরুসিংহে
শিগগির ভারত থেকে আসছে ৫২ হাজার টন পেঁয়াজ
গাজার অর্ধেক জনগোষ্ঠীই এখন অভুক্ত: জাতিসংঘ
২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি : শিক্ষাবোর্ড
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পেলেন নাজমী জান্নাত
পাখির গানে সুরের রাজকুমারী আঁখি
নিউ ইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত এনআরবি অ্যাওয়ার্ডের ১৩তম জমকালো আসর
চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের চতুর্থ বর্ষপূর্তিতে নানা আয়োজন
স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের বর্ণিল অভিষেক
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com