প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৮:৪০ PM
গাজীপুরে বঙ্গতাজ পাঠাগারের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলার ভাওয়ালগড়ে হিলফুল এডুকেশন একাডেমীতে ওই উৎসবের আয়োজন করেন। একাডেমীর প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার শান্ত'র সঞ্চালনায় ও নুসরাত তাহমিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক অধ্যাপক অসীম বিভাকর। প্রধান আলোচক ছিলেন কবি ও প্রাবন্ধিক অধ্যাপক আহাম্মাদুল কবীর।
উক্ত অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন ভাওয়াল সাহিত্য পরিষদের সভাপতি কবি ও লেখক শাহান সাহাবুদ্দিন, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সন্মানিত সদস্য জাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, কবি ও কথাসাহিত্যিক মেজবাহ আহমেদ, মহসিন আহমেদ, রিপন বাসার, ফরজ আলী, মেহেদী হাসান রনী, মিঠুন সিদ্দিকী, জিয়াউল হক সরকার ও রাসেল রানা। এছাড়া বর্ষপূর্তি উৎসব আয়োজনে কবিতা আবৃত্তি করেন মামুন হাসান নিপু, নিতু চৌধুরী এবং ভাওয়াল সাহিত্য পরিষদ ও শ্রীপুর সাহিত্য পরিষদের কবি সাহিত্যিকগণ।