রোববার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫ অগ্রহায়ণ ১৪৩০
 
শিরোনাম: শিগগির ভারত থেকে আসছে ৫২ হাজার টন পেঁয়াজ        গাজার অর্ধেক জনগোষ্ঠীই এখন অভুক্ত: জাতিসংঘ        ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি : শিক্ষাবোর্ড        ব্যালট বাক্স ছিনতাই হলে ভোট বন্ধের নির্দেশনা        ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, হাসপাতালে ৪৫৯        হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত        আ.লীগের নির্বাচনী প্রচার শুরু কবে, জানালেন কাদের       


প্রথমবার দেশের বাইরে উপস্থাপনায় মার্জান সুমি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ২:০৮ পিএম |

প্রথমবারের মতো দেশের বাইরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা  করছেন নতুন প্রজন্মের জনপ্রিয় মডেল - উপস্থাপক ও অভিনেত্রী নিয়ে মার্জান সুমি। সেই অনুষ্ঠান উপস্থাপনার জন্যে তিনি এখন কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি এই প্রতিবেদককে এমন তথ্য জানিয়েছেন। সেখানকার সাংস্কৃতিক সংগঠন রূপসী বাংলা সাংস্কৃতিক জোট আয়োজিত সম্বর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করবেন বলে জানিয়েছেন। 

চলতি সময়ের সুন্দরী প্রতিশ্রুতিশীল তারকা মডেল - উপস্থাপক ও অভিনেত্রী মার্জান সুমি  জানিয়েছেন, কাতারের রাজধানী দোহারের ওল্ড সালাতায় অবস্থিত হোটেল প্লাজা ইন এর বলরুমে আগামীকাল (১৭ নভেম্বর) স্থানীয় সময় বিকাল চারটায় এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে চিত্রনায়িকা শিরিন শিলা, কণ্ঠশিল্পী বেলী আফরোজসহ আরও কয়েকজন শিল্পী ঢাকা থেকে দোহায় পৌঁছেছেন। বিদেশের মাটিতে প্রথমবার সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করতে যাওয়ার প্রতিক্রিয়ায় মার্জান সুমি বলেন, এটা সত্যিই আমার জন্যে অন্য রকম এক ভালোলাগার বিষয়। আমি দেশের অনেকগুলো টিভি চ্যানেলের পাশাপাশি বিভিন্ন কর্পোরেট শো এবং ঢাকার বাইরে প্রচুর অনুষ্ঠান উপস্থাপনার কাজ নিয়মিতই করছি। সেই সুবাদেই দেশের বাইরে এই শো'য়ের সুযোগ পেয়েছি। তাই আমি অনেক আনন্দিত। আশা রাখছি, এরই ধারাবাহিকতায় পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো।


জানা যায়, কিছুদিন আগে  স্পোর্টস কুইজ টিভি শো উপস্থাপনা করে মার্জান সুমি ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হন। তিনি বলেন, টিভিতে স্পোর্টস কুইজ শোগুলো সিনিয়র উপস্থাপকদের পাশাপশি  সেখানে আমি উপস্থাপনার সুযোগ পেয়ে সত্যিই আনন্দিত। তাছাড়া দর্শক - ভক্ত - বন্ধু কিংবা পরিবারের সবাই নিয়ম করে দেখেছেন এই কুইজ শো'র প্রতিটি পর্ব। সবাই প্রশংসাও করেছেন আমার উপস্থাপনার। সব মিলিয়ে দারুন প্রতিক্রিয়া পেয়েছিলাম।

জানা যায়, ২০১৬ থেকে উপস্থাপনা পেশার সাথে যুক্ত মার্জান সুমি। তিনি  বরাবরই চান ভালো কাজের মাধ্যমে মিডিয়ায় এগিয়ে যেতে। এই বিষয়ে তিনি বলেন, আমার একমাত্র ভালোলাগা হলো শোবিজ মিডিয়া সংক্রান্ত কাজে ব্যাস্ত থাকা। বর্তমানে আমি  বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভিতে প্রতিদিন প্রচার হওয়া একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। তাছাড়া বাংলা টিভিতে সাপ্তাহিক অনুষ্ঠান এবং বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার কাজ করে চলছি। 

উল্লেখ্য, সুন্দরী ও গ্ল্যামারাস তরুণী মার্জান সুমির  শোবিজ ক্যারিয়ারের শুরু দীপ্ত টিভির কৃষি বিষয়ক অনুষ্ঠান দীপ্ত কৃষি দিয়ে।  পরবর্তীতে নাগরিক টিভি, চ্যানেল আই, চ্যানেল ২৪ এ উপস্থাপনার কাজ করে ব্যাপক পরিচিতি পেয়েছেন। 
এছাড়াও অভিনয় ও মডেলিংয়ের প্রতি বাড়তি  ভালোবাসা থেকে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিংও করে যাচ্ছেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রথম হিন্দি সিনেমার প্রিমিয়ারে ঢাকাই জামদানিতে জয়া
তদন্ত কমিটির মুখোমুখি হাথুরুসিংহে
শিগগির ভারত থেকে আসছে ৫২ হাজার টন পেঁয়াজ
গাজার অর্ধেক জনগোষ্ঠীই এখন অভুক্ত: জাতিসংঘ
২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি : শিক্ষাবোর্ড
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পেলেন নাজমী জান্নাত
নিউ ইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত এনআরবি অ্যাওয়ার্ডের ১৩তম জমকালো আসর
পাখির গানে সুরের রাজকুমারী আঁখি
চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের চতুর্থ বর্ষপূর্তিতে নানা আয়োজন
স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের বর্ণিল অভিষেক
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com