প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৫:৩৬ পিএম |
গত ২৫ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের কোল ঘেষা সেন নদীর তীরে শুরু হয়েছে সারা বিশ্বের সুন্দরীদের মিলনকেন্দ্র, ‘প্যারিস ফ্যাশন উইক-২০২৩ ’-এর আসর। এ আসরে অংশগ্রহন করেন বাংলাদেশের মেয়ে ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ ২০২২’ বিজয়ী তৌহিদা তাসনিম তিফা। ২৪ তারিখ তিনি ফ্রান্সে পৌঁছান। ২৯ সেপ্টেম্বর প্যারিস ফ্যাশন উইক এর র্যাম্পে ওঠেন অন্যান্য বিশ্বজয় করা সুন্দরীদের সাথে।
ঘোষনা অনুযায়ী তিফা দুবাইয়ের ক্রিস্টালিন অ্যানের ডিজাইন করা পোশাক পরে প্যারিসের লে সেলুন দে মিরোইরস ভেন্যুতে ক্যাটওয়াক করেন। গত বছর এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী তানজিয়া মিথিলা।
প্যারিস ফ্যাশন উইকের মতো বিখ্যাত ইভেন্টে অংশ নিতে পেরে উচ্ছাস প্রকাশ করে মডেল তিফা বলেন "প্যারিস ফ্যাশন সপ্তাহে যোগ দেওয়ার সুযোগ আমি সত্যিই খুব খুশি। কারণ, সারা পৃথিবীর মডেলদের স্বপ্ন থাকে প্যারিস ফ্যাশন উইক, মিলান ফ্যাশন উইক, নিউইয়র্ক ফ্যাশন উইকের মতো বিখ্যাত আসরে অংশ নেওয়ার। আমি একজন বাংলাদেশি হয়ে এত বড় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। এটি আমার এবং আমার দেশের জন্য অনেক বড় সম্মানের ও গর্বের’। এ আয়োজনে অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা প্রখ্যাত সব মডেল। তিফা মনে করেন তাঁদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। তিফা বলেন, ‘পৃথিবীর বহু দেশ থেকে নামীদামি মডেল ও ডিজাইনার এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এখানে তাঁদের সঙ্গে কাজ করা, পরিচিত হওয়া, তাঁদের সঙ্গে কথা বলা, মডেল হিসেবে আমার জন্য অনেক বড় অর্জন। এ ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে আরও বড় পরিসরে তৈরি করার দারুন অনুপ্রেরণা পেয়েছি। ফ্যাশন বিষয়ে নিজের জানাশোনা, শেখার পরিধি বাড়ানোর সুযোগ পেয়েছি এখানে যোগি দিয়ে। পাশাপাশি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এসব মানুষের কাছে বাংলাদেশকে তুলে ধরার সুযোগ পেলাম।’

অনুষ্ঠানে সুযোগ পাওয়ার ইতিহাস জানতে চাইলে তিফা বলেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক এজেন্সি সাউন্ড পেস ইন্টারন্যাশনালের মাধ্যমে এই সুযোগ পেয়েছি। আমি তো গত বছরের মিস গ্র্যান্ড বাংলাদেশ বিজয়ী। যুক্তরাষ্ট্রের ওই এজেন্সি থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। আমার কাছে তারা জানতে চেয়েছিল, এই অনুষ্ঠানে আমি অংশ নিতে ইচ্ছুক কি না। প্যারিস ফ্যাশন উইকের কথা শুনে আর দেরি করিনি, রাজি হয়েছি। নিজেকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে আমার জন্য এটি বিরাট সুযোগ।’ উল্লেখ্য, গাজীপুরের জয়দেবপুরের মেয়ে তিফা। আইনজীবী মা তিফাকেও আইন বিষয়ে স্নাতক শেষ করিয়েছেন। ছোটবেলায় মায়ের কাছে শিখেছেন গান, ওস্তাদের কাছে নাচ। দক্ষতা রয়েছে উপস্থিত বক্তৃতা ও অভিনয়েও। আর এসব আয়ত্ব করতে মা-বাবার উৎসাহই ছিল তার বড় শক্তি। ছোট পর্দায় অভিনয়ও করেছেন তিফা। এছাড়াও স্বপ্ন ছিল, নিজের নামের সাথে একটি উপাধি যুক্ত হবে কোনো একদিন আর সেভাবেই নিজেকে তৈরি করে আসছিলেন।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’-তে অংশ নিয়ে তৃতীয় রানার্স আপ হয়ে নতুন মাত্রায় যাত্রা শুরু তিফার। এরপর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এ অংশ নিয়ে হলেন শীর্ষ ১০-এর একজন। সেখানে তিফাকে আলাদাভাবে ‘মিস ট্যালেন্টেড ২০২০’ ঘোষনা করা হয়।
এরপর গত বছর অনুষ্ঠিত ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ ২০২২’ এর মুকুট জিতে নেন। পরে সে বছরই ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২২’-এর আসরেও পৃথিবীর ৭৫টি দেশের প্রতিযোগীতা করে ‘মিস আনফরগেটেবল বিউটি অব বাংলাদেশ ২০২২’ হিসেবে নির্বাচিত হন এই মডেল। ২০১৮ সালে মাবুরুর রশীদ বান্নার ‘হোম টিউটর’ দিয়ে নাটকে অভিষেক হয় তাঁর। এরপর ‘আদর্শ বড় ভাই’, ‘ক্ষমতা’, ‘ব্যাচেলর ট্রিপ’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তারপরে অবশ্য বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের ফটোশুট করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নাটক নিয়মিত করা হয়নি। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক মডেল হওয়ার পাশাপাশি অভিনয়ও করতে চান তিফা। এ জন্য যুক্তরাষ্ট্রের একটি স্কুলে অভিনয় কোর্সে ভর্তির পরিকল্পনাও করছেন তিনি।