প্রকাশ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১৭ PM
চট্টগ্রামের বিখ্যাত মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান গদিনশীন ইমাম ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেছেন, কীভাবে সমতাভিত্তিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক আধুনিক কল্যাণকর মানবিক রাষ্ট্র গঠন করা যায়, তা আজ থেকে সাড়ে চৌদ্দশ’ বছর আগে রাসুল (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন। প্রিয় নবী (স.) ছিলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত শান্তি মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
সৈয়দ সাইফুদ্দীন আহমদ ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার সংগ্রামে দৃঢ় সমর্থন জানিয়ে বলেন, বাংলাদেশ জন্মলগ্ন থেকে ফিলিস্তিনের জনগণের সঙ্গে রয়েছে। আজ এই শান্তি মহাসমাবেশ থেকে ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব এবং বর্বরতা বন্ধে আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ নিতে আবারো জোড় দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, ‘রাসুলের (স.) আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণেই আজ সিরিয়া, ফিলিস্তিন, মিয়ানমারসহ সারা পৃথিবী যুদ্ধ, সংঘাত ও রক্তপাতে জর্জরিত। শক্তিধর দেশগুলো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে অস্ত্রের ভাষায় কথা বলছে। নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার কারণে সারা পৃথিবীর মানুষ খাদ্য, জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে মহানবীর (স.) আদর্শ অনুসরণের বিকল্প নেই।’ এদিকে সকালে সৈয়দ সাইফুদ্দীন আহমদের নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয় জশনে জুলুস র্যালি। সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধর্মীয় শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ, মৎস্য ভবন, দোয়েল চত্বর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে শান্তি মহাসমাবেশে তা মিলিত হয়। জুলুস শেষে মুসলিম জনতা সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হয়।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন– ১৪ দলীয় সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, বাংলাদেশ জনদলের (বিজেডি) চেয়ারম্যান ও লিবারেল ইসলামিক জোটের কো-চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) মহাসচিব খালেদ শাহরীয়ার প্রমুখ।