রোববার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫ অগ্রহায়ণ ১৪৩০
 
শিরোনাম: শিগগির ভারত থেকে আসছে ৫২ হাজার টন পেঁয়াজ        গাজার অর্ধেক জনগোষ্ঠীই এখন অভুক্ত: জাতিসংঘ        ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি : শিক্ষাবোর্ড        ব্যালট বাক্স ছিনতাই হলে ভোট বন্ধের নির্দেশনা        ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, হাসপাতালে ৪৫৯        হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত        আ.লীগের নির্বাচনী প্রচার শুরু কবে, জানালেন কাদের       


সবজির বাজারেই নাস্তানাবুদ ক্রেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১৪ পিএম |

গত কয়েক মাসে যেসকল সবজির দাম বেড়েছে, তা কমার নাম নেই। বরং ক্রেতার মনে নতুন করে দাম বাড়ার শঙ্কা রয়েছে। দিন যত এগোচ্ছে, বাজার দরের ওপর ক্রেতাদের ক্ষোভ যেন ততই বাড়ছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। কোনো কোনো সবজি কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। সবজি কিনতে আসা ক্রেতাদের যেন ক্ষোভের কমতি নেই। চড়া দামের কারণ চিহ্নিত করতে না পারা ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্টদের সমালোচনাও করেছেন অনেক ক্রেতা। নগরীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ বাজারে শুক্রবার সকালে সবজি কিনতে এসেছিলেন মোহাম্মদ সেলিম। গণমাধ্যমকে সঙ্গে আলাপকালে তিনি বলেন, এক কেজি বেগুন ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত! উত্তরবঙ্গে কত? গাড়ি ভাড়া এত বেশি? দোকানদাররা আমাদের বুঝায় দাম বেশি। কি বুঝায়?

আব্দুল আউয়াল নামের আরেকজন ক্রেতা গণমাধ্যমকে বলেন, কৃষক সবজি বিক্রি করতে পারে না। দাম পায় না। বাধ্য হয়ে ফেলে দেয়। আর আমাদের এখানে চড়া দামে কিনতে হয়। এই ক্রেতার অভিযোগ, কোনো পণ্যের দাম মাত্রাতিরিক্ত হওয়ার আগ পর্যন্ত বাজার সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হয় না। এসময় বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে, একই দামে বিক্রি হচ্ছে ধুন্দল, বরবটি ও চিচিঙ্গা। ঢেঁড়সের কেজি ৬০ টাকা।

প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। লাউয়ের পিস ৫০ থেকে ৬০ টাকা। জালি কুমড়া ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কলার হালি ৩০ টাকা, লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনিয়া পাতার কেজি ৪০০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে। মুদি বাজারে প্রতি কেজি আলু ৪৫ থেকে ৫০ টাকা, দেশি পেঁয়াজ ৯০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের বাঁধাকপি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা। এছাড়াও মুলা ৪০ টাকা, পাকা টমেটো ১০০ থেকে ১৪০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, গাজর ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে শিম পাওয়া যাচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রথম হিন্দি সিনেমার প্রিমিয়ারে ঢাকাই জামদানিতে জয়া
তদন্ত কমিটির মুখোমুখি হাথুরুসিংহে
শিগগির ভারত থেকে আসছে ৫২ হাজার টন পেঁয়াজ
গাজার অর্ধেক জনগোষ্ঠীই এখন অভুক্ত: জাতিসংঘ
২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি : শিক্ষাবোর্ড
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পেলেন নাজমী জান্নাত
পাখির গানে সুরের রাজকুমারী আঁখি
নিউ ইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত এনআরবি অ্যাওয়ার্ডের ১৩তম জমকালো আসর
চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের চতুর্থ বর্ষপূর্তিতে নানা আয়োজন
লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com