প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৭ PM
বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলের গুরুত্ব দিন দিন বাড়ছে। দেশের ভবিষ্যৎ নেতা গঠনে ইংরেজি মাধ্যম স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রতিষ্ঠানগুলি শুধুমাত্র মানসম্পন্ন শিক্ষাই দেয় না বরং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে যা তাদের একাডেমিক ও ব্যক্তিগতভাবে উন্নতি করতে সাহায্য করে। ঢাকায় পাঁচটি সেরা ইংলিশ মিডিয়াম স্কুল হলো: অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, স্কলাস্টিকা, মাস্টার মাইন্ড স্কুল, সানবিমস স্কুল এবং ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল। শিক্ষা নিয়ে কাজ করা নাসিমা-মোফাজ্জল ফাউন্ডেশনের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির পরিচালক সাঈদুুর রহমান বলেন, লেখাপড়া, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের যোগ্যতাসহ নানাবিধ দিক বিবেচনা করেই এ তালিকা প্রকাশ করা হয়। এক.অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলটির প্রধান ক্যাম্পাস রাজধানীর ধানমন্ডির ১৬ নং রোডের (পুরাতন ২৭) ৩৪ নং বাড়ীতে অবস্থিত। ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলের নক্ষত্রের মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রমান করেছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। প্রতিষ্ঠানটির লেখাপড়া, শিক্ষার পরিবেশ, ফলাফল, খেলাধুলা এমনকি এক্সটা কারিকুলামেও প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। নিয়ম শৃঙ্খলা ও শিক্ষকদের আন্তরিক পাঠদানই দিনদিন শিক্ষার্থী তথা অভিভাবকদের মন জয় করে নিয়েছে প্রতিষ্ঠানটি। ইংলিশ মিডিয়াম স্কুলটি শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন প্রদানের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিষ্ঠিত, স্কুলটি একাডেমিক শ্রেষ্ঠত্বের আলোকবর্তিকা হয়ে উঠেছে।
স্কুলটি কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) এর সাথে অনুমোদিত, যা শিক্ষার্থীদের কেমব্রিজ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়। এই অধিভুক্তি নিশ্চিত করে যে শিক্ষার্থীরা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষা গ্রহণ করে যা বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলির দরজা খুলে দেয়। এছাড়াও তারা এই প্রক্রিয়ায় আইএসও (২১০০১:২০১৮) সার্টিফিকেশন প্রাপ্ত প্রথম প্রতিষ্ঠান হয়ে উঠেছে। এ প্রসঙ্গে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড.এম নুরুন নবী বলেন, আমরা শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা নিশ্চিতে কাজ করি যাতে তারা সারা বিশ্বে ধ্যাণে জ্ঞানে চিন্তা ভাবণায় দেশের প্রতিনিধিত্ব করতে পারে। নিয়ম শৃঙ্খলা, শিক্ষকদের আন্তরিক পাঠদান অভিভাবকদের প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠান ভালো ফলাফল করতে সমর্থ হয়। তিনি আরো বলেন, আমাদের প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে কিংবা অর্ধ বেতনে পড়ার সুব্যবস্থা রয়েছে। যাতে তারা ভবিষ্যতে দেশে কিংবা বিশ্বে নেতৃত্ব দিতে পারে।
দুই. স্কলাস্টিকা : দেশ সেরা আরেকটি ইংলিশ মিডিয়াম স্কুল হলো স্কলাসটিকা। ঢাকার মানসম্মত শিক্ষার এক সমার্থক নাম। কয়েক দশক ধরে বিস্তৃত একটি ইতিহাসের সাথে, স্কুলটি একটি প্রতিষ্ঠান হিসাবে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছে যা ভাল বৃত্তাকার ব্যক্তিদের লালনপালন করে। স্কলাস্টিকা একাডেমিক সাধনার পাশাপাশি, ছাত্রদের মধ্যে সততা, সহানুভূতি এবং দায়িত্ববোধের মূল্যবোধ জাগিয়ে চরিত্রের বিকাশের উপর জোর দেয়। তিন. মাস্টারমাইন্ড স্কুল: মাস্টারমাইন্ড স্কুল ঢাকায় শিক্ষাগত উৎকর্ষের পাওয়ার হাউস হিসেবে আবির্ভূত হয়েছে। সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সৃজনশীলতা বৃদ্ধির প্রতিশ্র“তিসহ, শিক্ষার প্রতি স্কুলের দৃষ্টিভঙ্গি ঐতিহ্যগত শিক্ষার সীমার বাইরে চলে যায়। মাস্টারমাইন্ড স্কুলের লক্ষ্য এমন ব্যক্তিদের তৈরি করা যারা শুধুমাত্র একাডেমিকভাবে পারদর্শী নয় বরং সমাজে অর্থপূর্ণভাবে অবদান রাখতেও সক্ষম। চার. সানবিমস স্কুল: শিক্ষার সামগ্রিক বিষয় তুলে ধরে একজন শিক্ষার্থীকে কিভাবে দেশ তথা বিশ্বে সেরা বানানো যায় সেই লক্ষ্যেই কাজ করছে সানবিমস স্কুল। প্রতিষ্ঠানটি লেখাপড়া ও খেলাধুলায় ইতোমধ্যে নিজেদের সেরার তালিকায় নিয়ে গেছে। পাঁচ. ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল: ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল একাডেমিক শ্রেষ্ঠত্বের সমার্থক এবং প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনাকে লালন করার প্রতিশ্র“তি। স্কুলের দৃষ্টিভঙ্গি সমালোচনামূলক চিন্তাভাবনা, সাংস্কৃতিক সচেতনতা এবং নৈতিক মূল্যবোধের উপর যোর দেয়।