বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: বিদায় ২০২৩ স্বাগত ২০২৪        নতুন বইয়ের ঘ্রাণে মাতবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থী        জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি        বিএনপির নেতাকর্মীরা এবার নৌকায় ভোট দেবে : তথ্যমন্ত্রী        ড. মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক        ‘অসুস্থ’ রিজভীকে খুঁজছে ডিবি, শিগগিরই গ্রেপ্তার        সবার আগে নিউজিল্যান্ড ও কিরিবাতিতে নববর্ষের উল্লাস শুরু       


ভারতকে ২৬৬ রানের চ্যালেঞ্জ দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৭ PM

এশিয়া কাপে আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া টাইগারদের প্রতিপক্ষ এখনো পর্যন্ত অপরাজেয় ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে ব্যাট হাতে শুরুটা আজ ভালো হয়নি লাল-সবুজের দলের। ছয় ওভারেই তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলের বিপদ আরও বাড়িয়ে দলীয় ৫৯ রানে আউট হন মেহেদী মিরাজও। এরপর অধিনায়ক সাকিব আল হাসান এবং তাওহীদ হৃদয়ের ১০১ রানের জুটিতে বিপর্যয় সামলে ওঠে বাংলাদেশ। তবে এ দুজনের বিদায়ের পর টাইগাররা ফের চাপে পড়লেও নাসুম আহমেদের ৪৪ রানের ইনিংসে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানে থেমেছে টাইগাররা। 

টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে আজ ইনিংসের সূচনায় আজ লিটন দাসের সঙ্গী ছিলেন তানজিদ তামিম। এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের। সেদিন ভালো করতে না পারায় পরের ম্যাচগুলোতে আর একাদশে জায়গা হয়নি তার। তবে আজকের ম্যাচ দিয়ে আবার ফিরেছেন তিনি। লিটনের সঙ্গে ভারতীয় বোলারদের বিপক্ষে দেখেশুনেই শুরু করেছিলেন তিনি।

শামির প্রথম বলেই চার মেরে ভালো কিছুর ইঙ্গিতই দিয়েছিলেন। পরের ওভারে শার্দুলের ঠাকুরের বলেও দুইটি চার হাঁকান তামিম। ফলে প্রথম দুই ওভারে টাইগারদের সংগ্রহ দাড়ায় ১৩ রান।কিন্তু তৃতীয় ওভারে শামির প্রথম বলেই বোল্ড হন লিটন। দুই বল খেলে শূন্য রানেই এই টাইগার ওপেনার ফিরলে ক্রিজে তামিমের সঙ্গী হন এনামুল হক বিজয়। 
লিটন ফেরার পরের ওভারেই শার্দুলের শিকারে পরিণত হন তামিমও। ব্যাটের কোনায় লেগে বল আঘাত করে স্ট্যাম্পে। সাজঘরে ফেরার আগে ১৩ বল খেলে তিন চারে ১২ রান করেছেন তিনি। 

এদিকে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশের হাল ধরতে এরপর মাঠে নামেন অধিনায়ক সাকিব। বিউজয়কে নিয়ে বিপর্যয় সামলে ওঠার চেষ্টায় ছিলেন তিনি। তবে দীর্ঘ দিন পর দলে জায়গা পাওয়া বিজয় পারেননি আস্থার প্রতিদান দিতে। শার্দুলের বলে ক্যাচ তুলে দিলে তা সহজেই গ্লাভসবন্দী করেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। সাজঘরে ফেরার আগে ১১ বলে চার রান করেছেন তিনি। 

২৮ রানে তিন উইকেট হারানো দলের হাল ধরতে এরপর মাঠে সাকিবের সঙ্গী হন মেহেদী মিরাজ। দুজন মিলে ৩১ রানের জুটি গড়ে ভালোই এগোচ্ছিলেন। তবে ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের করা শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মিরাজ। সাজঘরে ফেরার আগে ২৮ বল খেলে ১ চারে ১৩ রান করেছেন তিনি।  

এদিকে মিরাজের আউট হওয়ায় চার টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ক্রিজে তখন সাকিবের সঙ্গী হন তাওহীদ হৃদয়। ম্যাচে ফিরতে এ দুজন মিলে দেখুশুনেই খেলতে শুরু করেন এবং সফলও হয়েছেন। দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে যোগ করেছেন ১০১ রান। অধিনায়ক সাকিব নিজের ব্যক্তিগত ফিফটি তুলে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে শতরানের জুটি গড়ার পরই শার্দুলের বলে বোল্ড হয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ৮৫ বল খেলে ৬চার এবং ৩ চারে করেছেন ৮০ রান।  

এদিকে সাকিব ফেরার পর ক্রিজে হৃদয়ের সঙ্গী হন শামীম। টুর্নামেন্টে এখনো পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি তিনি, ব্যর্থ হয়েছেন আজও। ৫ বল খেলে ১ রান করেই ফিরেছেন তিনি। তবে শামীম ফেরার পর ক্যারিয়ারের নিজের পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন হৃদয়। ৮১ বল খেলে 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বিদায় ২০২৩ স্বাগত ২০২৪
নতুন বইয়ের ঘ্রাণে মাতবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থী
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
আগৈলঝাড়ায় বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ
কালিহাতীর আফজালপুর চরে নৌকার বিশাল সভা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে ২ ভাগে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা
স্বাধীনতার গান আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে চান লেনিন
গাজীপুরে প্রেমিকাকে গলা কেটে হত্যা প্রেমিক আটক
এই প্রথম মৃত্যুবরণ কারী সকল ইপিএসকর্মী সহ প্রবাসীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রবাসী ভিআইপি ক্লাবের বিলেতে পথযাত্রা : পিঠা উৎসব ও সাংষ্কৃতিক অনুষ্ঠান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com