প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৬ PM
মেহেরপুরে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর উদ্যোগে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেমন (পিকেএসএফ) এর অর্থায়নে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৮০০ টি গাছের চারা বিতরন করা হয়েছে। ‘‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলবাড়ীয়া ইউনিয়নকে সবুজে সমৃদ্ধ করতে ইউনিয়নের ১৬ টি শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ৪০০ টি মেহগনি ও ৪০০ টি পেয়ারা গাছের চারা বিতরন করা হয়।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিএসকেএস এর সভাপতি মোঃ রমজান আলী, তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের পলাশীপাড়া শাখার সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মোঃ জামিদুল ইসলাম, ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ, ইউপি সদস্য মোঃ পলাশ ইসলাম, সিবিও সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রুহুল আমিন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামসহ স্বাস্থ্য কর্মকর্তাগন।