প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৮ পিএম |
কক্সবাজার আদালত প্রাঙ্গনে নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রির অপরাধে দু’জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, কোর্টবিল্ডিং এলাকার স্ট্যাম্প ভেন্ডার আবদুল মালেক ও তার কর্মচারী সুকুমার। মালেকের বাড়ি সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এবং সুকুমারের বাড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের ঘোনারপাড়ায় বলে জানা গেছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার আদালত এলাকায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো: শাহজাহান নূরী জানান, আদালত এলাকায় কিছু লোক নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি করছে বলে সংবাদ পাওয়া যায়। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আকতার জাবেদ ও মুহাম্মদ এহসানুল ইসলাম অভিযান চালিয়ে দুজনকে আটক করেন। তাদের কাছ থেকে দুই টাকা, পাঁচ টাকা ও দশ টাকাসহ বিভিন্ন মূল্যমানের নকল কোর্ট ফি উদ্ধার করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।