প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৩ PM
১০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। গত দুই মাসে কিছুটা কমলেও আগস্টে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। যা গত জুলাইয়েও ৯ দশমিক ৬৯ শতাংশে অবস্থান করছিল। এই হিসাবে একমাসে মূল্যস্ফীতি বেড়েছে দশমিক ২৩ শতাংশ।এদিকে, গত একমাসে দেশে খাদ্যে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। গত জুলাইয়ে ৯ দশমিক ৭৬ শতাংশে অবস্থান করলেও আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ। এই হিসাবে একমাসে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ৭৪ শতাংশ।
রোববার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ মূল্যস্ফীতির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, আগস্টে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশে। যা জুলাই মাসেও ৯ দশমিক ৭৬ শতাংশে অবস্থান করছিল। পাশাপাশি গত জুলাইয়ে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৭ শতাংশ। তবে আগস্টে তা কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশে।
এদিকে, গ্রামাঞ্চলেও আগস্টে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। বিবিএস এর তথ্যানুযায়ী গ্রামাঞ্চলে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশে। যারমধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৭১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণ ৭ দশমিক ৩৮ শতাংশ।
আগস্টে মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২ শতাংশ হওয়ার মানে হলো, ২০২২ সালে আগস্টে একজন মানুষ যে পণ্য ও সেবা ১০০ টাকায় কিনতেন, চলতি বছরের আগস্টে একই পণ্য কিনতে তার খরচ হয়েছে ১০৯ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে খরচ বেড়েছে ৯ টাকা ৯২ পয়সা।
মূল্যস্ফীতি ধনী-গরিব নির্বিশেষে সবার ওপর চাপ বাড়ায়। গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২ শতাংশে দাঁড়ানোর অর্থ গত বছরের আগস্টে মানুষ যে পণ্য বা সেবা ১০০ টাকা দরে কিনতেন সেটি চলতি বছরের আগস্টে বেড়ে ১০৯ দশমিক ৯২ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ বছরের ব্যবধানে খরচ বেড়েছে ৯টা ৯২ পয়সা।