প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৬:৪৭ পিএম |
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা সীমান্ত থেকে হ্যান্ডকাপ নিয়ে বিজিবির কাছ থেকে পালিয়ে যাওয়া আশিক হােসেনকে (২৬) অবশেষে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ।আশিকের নামে ২০১৬ সালে মাদকের একটি মামলা হয়। আশিক বেশ কয়েক বছর প্রবাস যাপনের পর দেশে ফিরে আসে।
রবিবার দিবাগত রাতে তেঁতুলবাড়ীয়া গ্রাম থেকে গাংনী থানা পুলিশের একটিদল তাকে গ্রেফতার করে।
এমময় তার কাছ থেকে বিজিবির হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আশিক গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ার সােলাইমান হােসেন ওরফে কটার ছেলে।
জানা গেছে,গত শুক্রবার সন্ধ্যায় সীমান্তবর্তী সহড়াতলা গ্রাম থেকে আশিককে আটক করে সহড়াতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা। হ্যান্ডকাপ লাগিয়ে তাকে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় আশিক পালিয়ে যায়। আশিককে আটকে ঘটনায় স্থানীয় লোকজন প্রতিবাদ জানায়। এসময় বিজিবি সদস্যদের সাথে স্থানীয়দের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে হ্যান্ডকাপ নিয়েই পালিয়ে যান আশিক। পরে বিজিবি সহড়াতলা ক্যাম্পের পক্ষ থেকে গাংনী থানায় একটি মামলা করা হয়। সরকারি কাজে বাধাদান ও সরকারি সম্পদ হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে আশিকসহ আশেপাশের বেশ কয়েকজনের নামে মামলাটি দায়ের করে বিজিবি সদস্যরা।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পর থেকেই আশিককে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। দুদিন ধরে পুলিশের একাধিক দল বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে আশিকের অবস্থান শনাক্ত করে। শনিবার দিাগত গভীর রাতে তেঁতুলবাড়ীয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আশিককে গ্রেপ্তার
করতে সক্ষম হয় পুলিশ। তবে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বিজিবির দায়ের করা মামলায় তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হশ।