প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৭:৫১ পিএম |
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের ১৩টি কক্ষের ৬০টি তালা কেটে নগদ পাঁচ লাখ টাকা,ল্যাপটপ,কম্পিউটারসহ মূল্যবান জিনিসপত্র ও লথি চুরি হয়েছে।শনিবার গভীর রাতে এ দু:সাহসিক চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনা জিজ্ঞাসাবাদে জন্য কলেজের দুই নৈশ প্রহরী আটক করেছে গফরগাঁও থানা পুলিশ।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়,ঐ দিন গভীর রাতে সংঘবদ্ধ একটি চোরের দল কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। চোরের দল কলেজ অধ্যক্ষের কার্যালয়সহ একে একে ১৩টি কক্ষের মোট ৬০টি তালা কেটে। এ সময় চোরের দল কলেজের হিসাব শাখার কক্ষের তালা কেটে বিভিন্ন তহবিলের রক্ষিত নগদ পাঁচ লাখ টাকা,অধ্যক্ষের কার্যালয় থেকে সিসি ক্যামেরার মনিটর, দুইটি ল্যাপটপ, তিনটি কম্পিউটার, দুইটি আইপিএসের ব্যাটারসহ কলেজের মুল্যবান জিনিসপত্র এবং নথি চুরি করে নেয়। চুরির ঘটনা জিজ্ঞাসাবাদে জন্য কলেজের দুই নৈশ প্রহরী ওমর ফারুক ও হেলালা মিয়াকে আটক করেছে পুলিশ।খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান,গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীল,গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মো: ফারুক আহাম্মদ,ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ জানান,চুরির সংবাদ পেয়ে দ্রুত কলেজে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি কে অবহিত করি।
এই কলেজে ১৯৮০/৯০ সালে দুইটি বড় ধরণের চুরির ঘটনা ঘটে বলে জানাযায়। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সময় দায়িত্বরত দুই নৈশ্য প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং চুরি যাওয়া মালামালের তালিকা পেয়েছি।
কলেজ কর্তৃপক্ষের লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।