প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৭:৫৩ PM
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের (ময়মনসিংহ) সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খাঁন রিপন, উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মোহন, প্রভিটা ফিডের সিনিয়র ডিজিএম দিদারুল আলম, হাজী ফিশারিজের মালিক হাজী নুরুল ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি দুলাল মুন্সি, উপজেলা মৎসজীবীলীগের সভাপতি খলিলুর রহমান জুয়েল,ছাত্রলীগ সাবেক সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল উপাযে বিজ্ঞানভিত্তিক উপায়ে মৎস্য চাষ করে দেশের আমিষেরচাহিদা পূরন করা এবং প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করা যায় তা আলোচনা করেন। আলোচানা সভা শেষে অতিথিগন উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।