প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৭:৫৭ পিএম |
ময়মনসিংহের ভালুকায় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যাবসায়ী, উলামা মাশায়েখ, পেশাজীবি ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে ঈদ পূর্ণমিলনী, মতবিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর আয়োজনে ওই প্রীতিভোজে প্রায় বিশ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় অন্নান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীগন ।