প্রকাশ: শনিবার, ১ জুলাই, ২০২৩, ২:১৮ PM
গেল কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ২য় দফায় আবারও বাড়ছে সুনামগঞ্জের নদ নদীর পানি। গেল ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ প্রবাহিত হচ্ছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৪৫.০ মি.মি. এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ১৩১.০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর সড়কের বিশ্বম্ভরপুর এলাকার শক্তিয়ারখলা পয়েন্টর ১০০ মিটার সড়ক ডুবে গিয়ে বন্ধ রয়েছে সুনামগঞ্জ-তাহিরপুর যান চলাচল।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এসময় এ অঞ্চলের কতিপয় নদ-নদীসমূহের (সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, সারিগোয়াইন, সোমেশ্বরি) পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার কতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত বেড়েছে। ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ০.৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের লাউড়েরগড় পয়েন্টে ১৪১ মিলিমিটার, ছাতকে ৩০ মিলিমিটার, সুনামগঞ্জে ১৪৫ মিলিমিটার এবং দিরাইয়ে ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা হতে পারে।