প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৬:১৫ পিএম |
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই আসামি। বৃহস্পতিবার (২২ জুন) ৪ দিনের রিমান্ড শেষে ওই দুই আসামিসহ ৬ আসামিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গত ১৭ জুন তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল বকশীগঞ্জ থানায়। বকশীগঞ্জ থানা পুলিশ ও জামালপুর গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তাদের জিজ্ঞাসাবাদ করেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন—রেজাউল করিম, মনিরুজ্জামান মনির, সুমন মিয়া, তোফাজ্জল, মিলন ও আয়নাল হক। জামালপুর গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, বৃহস্পতিবার যাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে রেজাউল করিম ও মনিরুজ্জামান মনির হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদে আদালতে তারা জবানবন্দি দেন। এই নিয়ে ১২ জন আসামিকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর রিমান্ড শেষ হবে আগামীকাল।
উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এখন পর্যন্ত প্রধান আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।