প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ৮:৩৯ PM
আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা আহসানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর কাজী শরিফুল আলম বলেন, দেশের মানুষের সার্বিক উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে আহসানিয়া মিশন। অভাবগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই মিশন। এই মিশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে সৃষ্টির সেবা, স্রষ্টা ইবাদত। গত শুক্রবার গাজীপুরের কালীগঞ্জে ফুলদী আহসানিয়া মিশনের উদ্যোগে অসহায় দুস্থদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফুলদী আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব লিয়াকত হোসেন ওয়ার্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি এএফএম গোলাম শরফুউদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম নঈম, সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান, ব্যবসায়ী জুয়েল খান, সমাজকর্মী আমান মিয়া, রতন মিয়া, ফুলদী মিশনের ভূমিদাতা বাচ্চু রাজ প্রমূখ।
সভা শেষে মিলাদ মাহফিলে দেশ ও জনগণের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।