প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ৭:২২ PM
টেকনাফ নাইট্যংপাড়া হতে ১৯ জন মায়ানমারের নাগরিক সহ ৪ মানব পাচারকারী দালাল আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৬মে) রাত ১১ টায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুল হালিম জানান, রাতে গোপন সংবাদে ভিত্তিতে টেকনাফ পৌরসভাধীন ১নং ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ জন মায়ানমারের নাগরিককে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশু রয়েছে। এ ঘটনায় জড়িত ৪ দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।