প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৫:১২ পিএম |
ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। গেল বছর ‘পরাণ’ সুপারহিট হওয়ার তিনি যেন হাওয়ায় ভাসছেন। একই বছরে মুক্তি পাওয়া ‘দামাল’ ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। এ বছর অভিনয় করছেন টলিউড সুপারস্টার জিতের বিরুদ্ধে ‘মানুষ’ সিনেমায়।
এদিকে হইচই প্ল্যাটফর্মের জন্য ‘মিশন হান্টডাউন’নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মিম। সেটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। এটি মুক্তি পাচ্ছে এবার ঈদে। সেইসঙ্গে ঈদ উৎসবে সিনেমা হলে মুক্তি পাচ্ছে মিম অভিনীত ‘অন্তর্জাল’সিনেমাটি। এদিকে এক ঈদে দুই মাধ্যমেই নিজের কাজ থাকায় বেশ উচ্চ্বসিত মিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদে দুই মাধ্যমে দুটি ভিন্ন ধরনের কাজের মধ্যে দিয়ে দর্শকের মুখোমুখি হবো– এটি অন্যরকম ভালোলাগার। সিরিজ ও সিনেমা দুটি ভিন্ন বিষয়, যার গল্প-চরিত্রেও আছে ভিন্নতা; মুক্তিও পাচ্ছে ভিন্ন মাধ্যমে। তাই দর্শকের কাছে আরও নতুনভাবে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছি।’
‘মিশন হান্টডাউন’-এ মিমের বিপরীতে দেখা যাবে এফএস নাঈম। এ ছাড়া আরও আছেন সুমিত সেনগুপ্ত। অন্যদিকে আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে। আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।