রোববার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫ অগ্রহায়ণ ১৪৩০
 
শিরোনাম: শিগগির ভারত থেকে আসছে ৫২ হাজার টন পেঁয়াজ        গাজার অর্ধেক জনগোষ্ঠীই এখন অভুক্ত: জাতিসংঘ        ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি : শিক্ষাবোর্ড        ব্যালট বাক্স ছিনতাই হলে ভোট বন্ধের নির্দেশনা        ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, হাসপাতালে ৪৫৯        হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত        আ.লীগের নির্বাচনী প্রচার শুরু কবে, জানালেন কাদের       


ঈদে সুরেশ সরিষার তেলের দুই বিজ্ঞাপনচিত্র
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৬:৫৩ পিএম |

কুশলী বিজ্ঞাপনচিত্র নির্মাতা বাপি সাহা আর সুরেশ সরিষার তেল যেনো একই মুদ্রার এপিঠ - ওপিঠ হয়ে ওঠেছে। দেশের বহুল প্রচলিত ও ভোক্তাপ্রিয় পণ্য সুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনচিত্র মানেই যেনো বাপি সাহা। তিনি সুরেশ সরিষার তেলের একসঙ্গে দুটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন সম্প্রতি। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষ্যে সবগুলো টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্র দুটি প্রচার হবে বলে জানান বাপি সাহা।

বাংলাদেশ ও কলকাতার অনেক তারকাকে নিয়ে বিজ্ঞাপনচিত্র বানানো কুশলী নির্মাতা বাপি সাহা জানান, বরাবরের মতো এবারও তার নিজস্ব প্রোডাকশন হাউজ ও বিজ্ঞাপনী সংস্থা এনজয় অ্যাড মিডিয়ার ব্যানারে সুরেশ সরিষার তেলের নতুন  বিজ্ঞাপনচিত্র দুটি নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন উঠতি দুই সুন্দরী মডেল অভিনেত্রী রাজ রিপা, সোনিয়া রিফাত, জয় চৌধুরী এবং জনপ্রিয় অভিনেতা আফজাল শরীফ, নজরুল ও ম ফারুক। বিজ্ঞাপনচিত্র দুটির  শুটিং হয়েছে নরসিংদীতে বাপি সাহা'র নিজস্ব বাসভবনে। এটির চিত্রগ্রহণ করেছেন হীরা আজাদ। স্থির চিত্রগ্রাহক শিশির জাহাঙ্গীর। রূপসজ্জা করেছেন মালেক ফয়সাল। প্রধান সহকারী পরিচালক শিবু দাস।


বিজ্ঞাপনচিত্র দুটির মধ্যে একটির থিম হলো - কোরবানির মাংস রান্নার ওপর। এই বিজ্ঞাপনচিত্রটির মাধ্যমে প্রথমবার বাপি সাহা'র সঙ্গে কাজ করলেন রাজ রিপা ও সোনিয়া রিফাত। এই দুই সুন্দরী গ্ল্যামার গার্ল এর সঙ্গে আছেন জয় চৌধুরী। অন্য বিজ্ঞাপনচিত্রটির থিম - আলু ভর্তা ও মুড়ি মাখার। এতে মডেল হয়েছেন আফজাল শরীফ, নজরুল ও ম ফারুক। 

সুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনচিত্র দুটি নিয়ে বাপি সাহা বলেন, ড্রামা বেইজড দারুন বিজ্ঞাপনচিত্র হয়েছে। সব মডেলই খুবই ভালো পারফর্ম করেছেন এতে।  রাজ রিপা বলেন, বাপিদা  খুবই কুশলী একজন নির্মাতা। প্রথমবার তার নির্দেশনায় দারুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলাম। অনেক ভালো লেগেছে দাদার সঙ্গে কাজ করে। আর সোনিয়া রিফাত  বলেন, বাপিদা অসম্ভব একজন ভালো নির্মাতা। প্রথমবার তার সঙ্গে কাজ হলো। তবে কাজটা অনেক ভালো হয়েছে। জয় চৌধুরী বলেন, আশা করছি, এটি দর্শকদের নজর কাড়তে সক্ষম হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রথম হিন্দি সিনেমার প্রিমিয়ারে ঢাকাই জামদানিতে জয়া
তদন্ত কমিটির মুখোমুখি হাথুরুসিংহে
শিগগির ভারত থেকে আসছে ৫২ হাজার টন পেঁয়াজ
গাজার অর্ধেক জনগোষ্ঠীই এখন অভুক্ত: জাতিসংঘ
২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি : শিক্ষাবোর্ড
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পেলেন নাজমী জান্নাত
নিউ ইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত এনআরবি অ্যাওয়ার্ডের ১৩তম জমকালো আসর
পাখির গানে সুরের রাজকুমারী আঁখি
চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের চতুর্থ বর্ষপূর্তিতে নানা আয়োজন
স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের বর্ণিল অভিষেক
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com