রোববার ২৮ মে ২০২৩ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
 
শিরোনাম: তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপে ভোটগ্রহণ শুরু       ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ৫০০ টাকার বেশি নিলে ব্যবস্থা       আদাবরে বহুতল ভবনে আগুন       বঙ্গবন্ধুর নামে শান্তি পুরস্কার প্রবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর       সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী       অশান্তি-সংঘাত নয়, সবার উন্নতি চাই: প্রধানমন্ত্রী       দুই ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি খোকন-শিরিনসহ ৩০ জন       


বাণিজ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করবে চীনের জিটিআইএস গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৬:১৬ পিএম |

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বিনিয়োগসংক্রান্ত বিষয়ে বৈঠক করেছেন চীনের অন্যতম শিল্প গ্রুপ জিটিআইএস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জিটিএইচএসের চেয়ারম্যান ডেভিড জিন। 

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
বৈঠকে ডেভিড জিন গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরে বাংলাদেশে বড় আকারে বিনিয়োগের পরিকল্পনার কথা মন্ত্রীকে জানান। তিনি বলেন, তার গ্রুপ ইতোমধ্যে রংপুরের সৈয়দপুরে উত্তরা ইপিজেডে ২৪টি শিল্প প্লট বরাদ্দ নিয়েছে। আগামী এক বছরের মধ্যে এসব প্লটে টেক্সটাইল মিল চালু করবে। এছাড়া পরবর্তী সময়ে আরো বড় আকারে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন তিনি।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে। ভৌগোলিক কারণে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিনিয়োগ করা হলে এর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ সম্ভব হবে। এরই মধ্যে বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, শিল্প অবকাঠামো ও অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ, ডিজিটাল বাংলাদেশের পরিধি ও কার্যক্রম বাড়ানো, সড়ক অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ জলপথ, বন্দর সুবিধা বৃদ্ধি করাসহ বিনিয়োগবান্ধব নানা কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।

বাণিজ্যমন্ত্রী জিটিএইচএসের চেয়ারম্যানকে বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য আপনাদের যদি আরো প্লট প্রয়োজন মনে করেন, প্লটের কোনো সমস্যা হবে না। আপনাদের চাহিদা অনুযায়ী জমি দেওয়া হবে। আপনাদের চাহিদা অনুয়ায়ী সবকিছু করা হবে। 
দেশের বৃহৎ শিল্প গ্রুপ দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার আমন্ত্রণে বাংলাদেশে আসেন চীনের জিটিএইচএসের চেয়ারম্যান ডেভিড জিন। গত মাসে ডেভিড জিনের আমন্ত্রণে চীনে যান দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান। এর আগে ২০২০ সালে তাদের আমন্ত্রণে চীনে গিয়ে তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান। এরই প্রেক্ষিতে বাংলাদেশে বিনিয়োগ শুরু করে চীনের এই শিল্প গ্রুপটি। 

চলতি বছরের শুরুতে চীনের ওই কোম্পানির সঙ্গে দেশবন্ধু গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড স্ট্যাটেজিক পার্টনার হিসেবে কাজ শুরু করে। দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড বাংলাদেশের উত্তর জনপদের মধ্যে অন্যতম শিল্পপ্রতিষ্ঠান। জানা যায়, চীনের শিল্প গ্রুপ জিটিএইচএসের সঙ্গে দেশবন্ধু গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাউথ ইস্ট সোয়েটার লিমিটেড ২০১৮ সালে প্রথম বাংলাদেশ থেকে সোয়েটার রপ্তানি শুরু করে। এরই ধারাবাহিকতায় চীনের শিল্প গ্রুপের আজ বাংলাদেশে বিনিয়োগ। চীনের এই শিল্প গ্রুপ প্রধান বৈঠকে দেশবন্ধু গ্রুপের ভূয়সী প্রশংসা করেন। 

বৈঠকে দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা ছাড়াও জিটিএইচএস ভাইস জেনারেল ম্যানেজার এলান হু, লিগ্যাল ডিপার্টমেন্টের প্রধান লিন্ডা, ঢাকা অফিসের কান্ট্রি ম্যানেজার অমিয়ব্রাত্য মিশ্রা, ম্যানেজার মাইক, সাউথ ইস্ট সোয়েটারের ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান লাকী উপস্থিত ছিলেন। 









প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]