প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১:৪১ PM
নতুন মৌসুমে দল ঢেলে সাজাতে চায় রিয়াল মাদ্রিদ। এজন্য ২০২৪ ট্রান্সফার উইন্ডোতে কিলিয়ান এমবাপ্পে এবং অরলিং হালান্ডের ওপর নজর রাখছে লস ব্লাঙ্কোজরা।
তবে দলের খেলার ধরনের কারণে যেকোনো একজনকে বেছে নিতে হবে তাদের। এখন প্রশ্ন হলো কাকে ডেরায় ভেড়াবে স্প্যানিশ জায়ান্টরা। এজন্য দুই সুপারস্টারের চুক্তির হালহকিকতে দৃষ্টি দিতে হবে রিয়ালকে।
ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ হবে ২০২৪ সালের গ্রীষ্মে। শোনা যাচ্ছে, এ মুহূর্তে দলটির সঙ্গে চুক্তির মেয়াদ আর ১২ মাস বাড়াতে চাচ্ছেন না তিনি।
ফলে আগামী জুলাইয়েই প্যারিসের ক্লাবটির সঙ্গে এমবাপ্পের সময়কাল শেষ হবে। অর্থাৎ আগামী গ্রীষ্মে মুক্ত হয়ে পড়বেন তিনি। যেটা তাকে নিতে রিয়ালকে প্রলুব্ধ করতে পারে।
ফরাসি সংবাদমাধ্যম এল’ইকুয়েপ এসব তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি আরও দাবি করেছে, ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড হালান্ডের ওপরও দৃষ্টি রাখছে রিয়াল।
প্রত্যাশা করা হচ্ছে, লস ব্লাঙ্কোজদের সঙ্গে আরও ১ বছর চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পারেন করিম বেনজেমা। তবে ২০২৩-২৪ মৌসুমের শেষদিকে মাদ্রিদ ছেড়ে যেতে পারেন তিনি। ফলে তার স্থানে নতুন কোনো সুপারস্টারকে ডেরায় টানার সুযোগ হবে তাদের।
তবে এমবাপ্পে যদি রিয়ালের হয়ে খেলার সিদ্ধান্ত নেন, তাহলে তাকে বেতন কম নিতে হবে। এছাড়া সেন্টারের সামনে খেলতে হতে পারে ২৪ বছর বয়সী উইঙ্গারকে। কারণ বর্তমানে দলের বাম উইংয়ের এক নম্বর পছন্দ ভিনিসিয়াস জুনিয়র।