প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৭:১৭ পিএম |
রাজধানীর ধানমন্ডিতে বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় নগর পরিবহনের একটি বাসে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নগর পরিবহনের সকল বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ নগর পরিবহন চলবে কিনা, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ মে) ধানমন্ডির নিউ মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ধানমন্ডি এলাকার সড়কের বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করে। তারা মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে তাদের সাথে সংঘর্ষ বাধে। এতে বিএনপি কর্মীরা ক্ষিপ্ত হয়ে সড়কে থাকা মোটরসাইকেল ও বাস ভাংচুর করে। এর মধ্যে নগর পরিবহনের একটি দ্বিতল বাস ছিল। বাসটি ঘাটারচর থেকে আসাদগেট হয়ে নিউমার্কেট ও বাদামতলী পর্যন্ত চলাচল করতো। কিন্তু আজ নিউ মার্কেট যাওয়ার সময় ভাংচুরের শিকার হয়। বাসটির সামনের অংশের দুটি গ্লাস ভাংচুরের পাশাপাশি আগুনও দেয়া হয়।
আরো জানা যায়, বিষয়টি জানার পরপরই নগর পরিবহন কর্তৃপক্ষ ঘাটারচর থেকে আর কোনো বাস ছাড়ছে না। আপাতত বন্ধ রাখা হয়েছে বাস চলাচল। এ বিষয়ে নগর পরিবহনের ঢাকা দক্ষিণের পরিচালক ধ্রুব আলম গণমাধ্যমকে বলেন, ঘটনাটি আপনার মুখে শুনলাম। তবে জানি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এমন ঘটনা হয়ে থাকলে আমরা বিষয়টি পুলিশকে জানাচ্ছি। যারা এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।