রোববার ২৮ মে ২০২৩ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
 
শিরোনাম: তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপে ভোটগ্রহণ শুরু       ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ৫০০ টাকার বেশি নিলে ব্যবস্থা       আদাবরে বহুতল ভবনে আগুন       বঙ্গবন্ধুর নামে শান্তি পুরস্কার প্রবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর       সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী       অশান্তি-সংঘাত নয়, সবার উন্নতি চাই: প্রধানমন্ত্রী       দুই ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি খোকন-শিরিনসহ ৩০ জন       


ফেসবুককে ১২০ কোটি ডলার জরিমানা
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৬:৪৯ পিএম |

ফেসবুকের প্রধান কোম্পানি মেটাকে ১২০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে মানুষের ডেটা স্থানান্তর করার সময় এগুলোর অপব্যবহার করা হয়। তাই মেটাকে এ অর্থ জরিমানা করা হয়েছে। খবর বিবিসি। 
আয়ারল্যান্ডের ডেটা প্রোকেটশন কমিশন (ডিপিসি) এ অর্থ জরিমানা করে। ইউরোপীয় ইউনিয়ান জেনারেল ডেটা প্রোকেটশন রেগুলেটরি প্রাইভেসি আইনের মাধ্যমে ফেসবুককে এটি সবচেয়ে বড় অর্থ জরিমানা ঘটনা। 

জেনারেল ডেটা প্রোকেটশন রেগুলেটরি (জিডিপিআর) বলছে, মেটার ডেটা স্থানান্তরে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের আইন অনুসরণ করতে হবে। 
এদিকে এ আদেশকে মেটা ‘অগ্রহণযোগ্য এবং অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছে। তারা এর বিরুদে আপিল করবে। 
ইউরোপীয় ইউনিয়ন কমিশনের আইনে বলা হয়েছে, ইউরোপের বাইরে ডেটা স্থানান্তরের জন্য অবশ্যই ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কিন্তু মেটা যে প্রক্রিয়ায় ডেটা স্থানান্তর করেছে সেটা অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের আইন লঙ্ঘিত হয়েছে। 









প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]