রোববার ২৮ মে ২০২৩ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
 
শিরোনাম: তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপে ভোটগ্রহণ শুরু       ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ৫০০ টাকার বেশি নিলে ব্যবস্থা       আদাবরে বহুতল ভবনে আগুন       বঙ্গবন্ধুর নামে শান্তি পুরস্কার প্রবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর       সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী       অশান্তি-সংঘাত নয়, সবার উন্নতি চাই: প্রধানমন্ত্রী       দুই ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি খোকন-শিরিনসহ ৩০ জন       


হা‌তির‌ঝিল চক্রাকার বাস সার্ভিসকে ৪০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৮:০৭ পিএম |

হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস নিয়ে বিশৃঙ্খলার অভিযোগ না থাকলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। যেখানে প্রকল্প এলাকায় একটি কোম্পানির আওতায় স্বতন্ত্র বাস সার্ভিস চালুর পর সাত বছর চলছে একই নিয়মে। এবার ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ধার্যকৃত ভাড়ার বেশি ভাড়া আদা‌য়ের অপরাধে এইচ আর ট্রান্স‌পোর্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হা‌তির‌ঝিল চক্রাকার বাস সার্ভিসকে চ‌ল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২১ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দুই ধরনের বাস রয়েছে হাতিরঝিলে। ৩২ সিটের ৮টি বাস এবং ২২ সিটের ৬টি বাস। সিটগুলো রাউন্ড সিস্টেম। গোলাকার হয়ে বাসের ভেতরে বসেন যাত্রীরা। এতে খোলামেলা পরিবেশ পাওয়া যায়। চক্রাকার বাস সার্ভিসের স্টপেজ রয়েছে, বউবাজার, কুনিপাড়া, শুটিং ক্লাব, মেরুল বাড্ডা, রামপুরা, মহানগর প্রজেক্ট ও মধুবাগ।

সকাল ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বাসগুলো চলাচল করে। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ হাজার যাত্রী চলাচল করে। ৫ থেকে ৭ মিনিট অন্তর বাসগুলো স্টপেজ ছেড়ে যায়। সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা। আর পুরো প্রকল্প এলাকা ঘুরে আসতে খরচ হয় ৪০ টাকা। এই বাসরুটের দূরত্ব ১০ কিলোমিটার। শুরু থেকে এইচআর ট্রান্সপোর্ট হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস পরিচালনা করছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপ-পরিচালক (প্রশিক্ষণ প্রচার) আতিয়া সুলতানা জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক ৪ জন অভি‌যোগকারী অভিযোগ করে। তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, অনুযায়ী ধার্যকৃত ভাড়ার বেশি ভাড়া আদা‌য়ের অপরাধে এইচ আর ট্রান্স‌পোর্ট (হা‌তির‌ঝিল চক্রাকার বাস সার্ভিস)’কে ৪০ হাজার টাকা প্রশাস‌নিক জরিমানা করা হয়।
উল্লেখ্য, হাতিরঝিল প্রকল্পটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সূত্রে জানা যায়, ২০০৭ সালের অক্টোবরে হাতিরঝিল প্রকল্প অনুমোদন করে সরকার। প্রকল্প প্রক্রিয়ার শুরু থেকে হাতিরঝিলের ভেতরে ও বাইরে বাস ঢুকতে না দেওয়ার পরামর্শ ছিল। ২০১৫ সালের ২৩ ডিসেম্বর হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। চারটি বাস দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে চলাচল করছে ১৪টি বাস। বিকল্প হিসেবে আরও ৬টি প্রস্তুত রাখা হয়। 









প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]